How to Choose the Right Furniture for Your Living Room

Blog » Apartment Living

how to choose right furniture for living room 669034
December 10, 2016 Apartment Living

Your living room is a vital part of your apartment; it is the place where you entertain your guests or spend quality time with your close relatives when they come for a get-together. To have the perfect setting for those precious moments, the ambience of the room is of great significance. The furniture of a room is a key driver in the overall living room décor for insinuating luxury, comfort, style etc. However, choosing the right furniture can be cumbersome, especially if you have moved into your own home for the first time. Here are 4 tips to help you choose the right furniture for your living room.

Consider the architecture

Before going on a furniture shopping spree, take time to get to know your space. Think of how you will arrange the furniture. If you have moved into a new home, consider the apartment layout and find out what pieces should be placed in the right way to avoid passage blocks. You should also take measurements to buy the right-sized furniture. For instance, if you have a low-height room, consider getting furniture, such as sofas that are also low in height. This will leave empty vertical space and make the room look taller and spacious.

Focus on quality

When buying living room furniture, go beyond the looks and ensure the stuff you buy is worth the money. There are some items that you need to splurge on to ensure quality and durability, such as your sofa. After all, you don’t get to change your furniture frequently, and it is a long term investment.  Hence invest in branded furniture that are sure to lift up your living room décor as well as be long lasting.

Think of functionality

Every room has a purpose and the décor of the room should be such that it serves the purpose. Therefore, before you buy a furniture make sure it is actually functional and not just a piece of eye-candy furniture. For instance, you might get infatuated with a fancy egg chair that is great to look at, but consider this- will it really fit in your living room décor?

Use accent furniture

An accent furniture is added after the main furniture to complement the setting, such as a pair of chairs or group of small tables. For decorating small living rooms, instead of getting a whole sofa set you can buy just one large sofa and fit it with two small single chairs that are stylish. Ottomans are great for saving spaces too owing to their small size and ability to be rearranged easily

A well-decorated living room with the right pieces of furniture can do wonders to your home as well as yourself- you can relax on a comfortable couch while sitting in front of a tv or serve your guests with delicious delicacies on a high-end coffee table.

You can also take the help of bti interior solutions who can design an aesthetic and comfortable living space for you with the right furniture mix.

***********************************************************************

এপার্টমেন্ট সাজানোর টিপস: বসার ঘরের জন্য সঠিক ফার্নিচার নির্বাচন

লেখক: তাসনিয়া তাজিন                                                    অনুবাদক: আহমেদ নাজিয়া

বসার ঘর এপার্টমেন্ট এর একটা গুরুত্বপূর্ণ অংশ যেখানে আপনি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের নিয়ে একসাথে বসে ভালো একটা সময় কাটাতে পারেন। বসবার স্থানটা পরিপূর্ণ করার জন্য রুমের পরিবেশ ঠিক করাটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ফার্নিচারই বসার ঘরের সাজসজ্জা, আরাম, স্টাইল ইত্যাদির একমাত্র চাবি। তবে সঠিক ফার্নিচার পছন্দ করা অনেক সময় ঝামেলাপূর্ণ হয়ে দাড়ায় যদি প্রথমবার আপনি আপনার নিজের বাড়িতে শিফট হয়ে থাকেন। এখানে ঘরের জন্য সঠিক ফার্নিচার নির্বাচনে ৪ টি টিপস নিয়ে আলোচনা করা হয়েছে।

আর্কিটেকচার বিবেচনা করা:

ফার্নিচার কিনতে যাবার আগে নিজের বাড়ির স্থান ভালোভাবে বুঝে নিন, চিন্তা করুন কোথায় কোন ফার্নিচারটা রাখবেন। নতুন বাসায় উঠলে অবশ্যই বাড়ির লে-আউট সম্পর্কে বুঝে নিন যাতে ফার্নিচার সেট করবার সময় স্থান ব্লক না হয়। স্থানের সঠিক মাপ নিয়েই ফার্নিচার কেনা উচিৎ যেমন ছোট মাপের রুমের জন্য সোফা কিনলে অবশ্যই ছোট মাপের সোফাই কেনা উচিৎ, তাহলে খালি স্থানগুলো রুমকে বড় দেখাতে সাহায্য করবে।

কোয়ালিটির উপর গুরুত্ব দেওয়া:

বসার ঘরের ফার্নিচার কেনার সময়ে বাইরের চেহারার চাইতে কোয়ালিটির উপর বেশি গুরুত্ব দেওয়া উচিৎ যাতে সেগুলো অনেক দিন পর্যন্ত টিকে থাকে এবং মজবুত হয় যেমন সোফা কারন এগুলো খুব তাড়াতাড়ি আপনি বদলাতেও পারবেন না এবং এগুলোতে বিনিয়োগ লাইফ টাইমের। সেক্ষেত্রে ব্র‍্যান্ডেড ফার্নিচার আপনার বসবার ঘরকে আকর্ষণীয় করবে।

কাজের কিনা চিন্তা করুন:

প্রত্যেকটা রুমই কোন না কোন কাজের সুতারাং ফার্নিচারগুলোও যেন নির্দিষ্ট কাজে ব্যবহার করা যায় সেদিকে খেয়াল রাখুন, অবশ্যই যেন সেগুলো শুধু সাজিয়ে রাখার জন্য কেনা না হয়। যেমন একটি সুন্দর এগ চেয়ার দেখে মুগ্ধ হতে পারেন কিন্তু আসলেই সেটি বসবার ঘরের কাজে আসবে কিনা ভেবে দেখুন।

একসেন্ট ফার্নিচারের ব্যবহার:

একসেন্ট ফার্নিচার যেমন এক জোড়া চেয়ার, কিছু ছোট টেবিল সেট এগুলো সাধারনত প্রধান ফার্নিচারকে পরিপূর্ণ করতে ঘরের সাজে ব্যবহার করা হয়। ঘর সাজানোর জন্য সম্পূর্ণ একটা সোফার সেট না কিনে একটা বড় সোফার সাথে ছোট ছোট সিংগেল চেয়ার কিনে সাজালেও স্টাইলিশ হতে পারে।

অটোম্যান ফার্নিচারগুলো স্থান বাচাবার জন্য উপযুক্ত কারন এগুলো সাইজে ছোট এবং ঘরের যেখানে সেখানে সেট করা যায়। সঠিক ফার্নিচারের একটি সাজানো গোছানো বসার ঘরে আপনি চাইলে সোফায় বসে ঘন্টার পর ঘন্টা বসে টিভি দেখতে পারেন অথবা অতিথিদের সবাইকে কফি খাওয়াতে পারেন।

আপনি চাইলে বিটিআই ইন্টেরিয়র সল্যুশন থেকে সাহায্য নিয়ে সঠিক ফার্নিচার সহ ঘরের ডিজাইন করতে পারেন।

16604