7 Things to Consider for Kitchen Remodel

Blog » Apartment Living

7 things to consider for kitchen remodel 1 688737
October 15, 2016 Apartment Living

A kitchen is often a neglected space when it comes to decorations and renovations in our home. But if you love cooking surely you spend a lot of time in it. Your kitchen should reflect your personality. So why not take the plunge and renovate your kitchen to make it feel more homely?

Before remodeling consider the following things:

Size of the kitchen

Your kitchen size is an important aspect that will dictate remodeling. For instance, if you have less square footage, you should think of saving space. For small kitchen you can add extra storage in form of wall cabinets, or if you do have space how about getting a kitchen hood? You do need to know if your apartment has provision for it.

Kitchen layout

Some developers may have done a poor job and placed windows in place it receives no light or exhaust fan on the wrong wall. Don’t be stuck on the current layout. Think how things could be made more functional.

You should consider how much space there is for passage and workflow in the kitchen while working. Can your kitchen accommodate more than one person at a time? If no, you might consider removing obsolete appliances and space consuming storage racks and so on.

Kitchen plumbing and electrical system

If your kitchen is relatively new, you might not run into infrastructure problems but for a relatively older kitchen you should check plumbing and electrical system to ensure everything is in working order. Or else sudden emergencies may put a dent in your wallet.

Maximize storage space

Kitchen definitely needs ample storage space. Kitchen cabinets are in vogue in urban lifestyle today. You can order custom made or modular sets to add a touch of extravagance to your kitchen. You can also invest in smart kitchen storage like pull out drawers, wall racks and so on for utilizing space.

Family size

When remodeling your kitchen, you also need to think of those who live with you. How many people are in your home? For instance, if there are more people, of course, there will be more cooking utensils, crockeries, so you will need more storage space. If you have kids you should also ensure the kids stay out of kitchen. Have cabinets locked so kids cannot get to sharp objects easily.

Aesthetics

When you are remodeling, of course you want your kitchen not only to be functional but aesthetical too so that it makes you feel good. For that, you can invest in getting backsplash tile behind kitchen countertop or changing countertop to granite or other budget-friendly material. Adding a kitchen mat can also provide a warm ambiance and keep the rest of the apartment clean.

Budget

Last but not the least, before remodeling kitchen, you should consider your budget as it can be quite hefty on the pocket. If you are low on budget you can tackle the renovations that require less budget like storage problem solution and then over time carry out major renovation one by one.

You can also consult bti interior solutions to remodel your kitchen into a new one.

**********************************************************************************

রান্নাঘরকে সাজাতে ৭টি বিবেচ্য বিষয়

অনুবাদক: তামান্না রেজা আশা

নতুন করে সাজানো এবং সংস্করনের সময় রান্নাঘর প্রায়ই অবহেলিত রয়ে যায়। কিন্তু আপনি যদি রান্না করতে ভালবাসেন, তাহলে অবশ্যই আপনার অনেকটা সময় সেখানে কাটাতে হয়। আপনার রান্নাঘর আপনার ব্যক্তিত্ত্বকে প্রতিফলিত করে। তবে কেন আপনার রান্নাঘরটিকে আরেকটু ঘরোয়া রূপে সাজাচ্ছেন না?

রান্নাঘর সাজানোর পূর্বে নিচের বিষয়গুলো মনে রাখতে হবেঃ

রান্নাঘরের আয়তন

রান্নাঘরের আয়তন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা এর নতুনরূপ কেমন হবে তা ঠিক করবে। যেমন ধরুন, আপনার রান্নাঘরটি যদি ছোট হয়ে থাকে, তাহলে আপনাকে জায়গা রাখার কথা চিন্তা করতে হবে। ছোট রান্নাঘরে আপনি বাড়তি স্টোরেজ হিসেবে দেয়ালে কেবিনেট যোগ করতে পারেন কিংবা আপনার যদি জায়গা থেকে থাকে, তাহলে একটি কিচেন হুড হলে কেমন হয়? আপনাকে শুধু জানতে হবে এটি ব্যবহারের সুযোগ আছে কিনা।

রান্নাঘরের গঠন

ডেভেলপার হয়তো ত্রুটিপূর্ণ কাজ করে এবং এমন জায়গায় জানালা স্থাপন করে যেদিক থেকে কোনো আলো আসে না অথবা এক্সহস্ট ফ্যান ভুল দেয়ালে স্থাপন করে। এধরনের নকশায় আটকে থাকবেন না। ভাবুন, কিভাবে এসবকিছুকে আরো ভালভাবে কাজে লাগানো যায়।

রান্নাঘরে কাজ করার সময় সেখানে কতটুকু জায়গা থাকে এবং আপনার কাজের ধারা কেমন হয়, সেটা আপনার খেয়াল রাখতে হবে। আপনার রান্নাঘরটি কি একসাথে একাধিক মানুষের কাজ করার জন্য উপযোগী? যদি তা না হয়ে থাকে, তাহলে আপনার অচল যন্ত্রপাতি এবং জায়গা দখল করে রাখা তাকগুলো সেখান থেকে সরিয়ে ফেলতে পারেন।

পানি ও বৈদ্যুতিক সংযোগ

আপনার রান্নাঘরটি নতুন হয়ে থাকলে হয়তো আপনি অবকাঠামোগত সমস্যায় পড়বেন না; কিন্তু অপেক্ষাকৃ্ত পুরনো রান্নাঘরের জন্য পানি এবং বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করে নিশ্চিত হওয়া উচিত যে সব ঠিকভাবে কাজ করছে কি না। নতুবা হঠাৎ কখনো জরুরি প্রয়োজন হয়ে পড়লে তা আপনার জন্য খরচের বিষয় হতে পারে।

স্টোরেজ এর জায়গা প্রসারিত করুন

রান্নাঘরে অবশ্যই প্রশস্ত স্টোরেজের জায়গা দরকার। কেবিনেটের ব্যবহার আজকাল শহুরে জীবনে বেশ প্রচলিত। আপনি নিজের পছন্দ অনুযায়ী কেবিনেট বানিয়ে অথবা মড্যুলার সেট কিনে আপনার রান্নাঘরে এনে দিতে পারেন আভিজাত্যের ছোঁয়া। জায়গার যথাসম্ভব ব্যবহার করার জন্য আপনি চাইলে স্মার্ট কিচেন স্টোরেজ যেমন ড্রয়ার, দেয়ালে তাক ইত্যাদি যোগ করতে দপারেন।

পরিবারের সদস্য সংখ্য্

যখন আপনি নতুন করে রান্নাঘরকে সাজাবেন, তখন আপনার সাথে যারা থাকেন, তাদের কথা ভাবাটাও জরুরী। আপনার বাসায় কতজন বসবাস করে? ধরুন, যদি লোকসংখ্যা বেশি হয়ে থাকে, তাহলে অবশ্যই রান্নার পাত্র, বাসনপত্র ইত্যাদির সংখ্যাও বেশি; সুতরাং এসব রাখার জন্য জায়গাও বেশি দরকার। আপনার যদি ছোট বাচ্চা থাকে, তাহলে খেয়াল রাখবেন তারা যেন রান্নাঘর থেকে দূ্রে থাকে। কেবিনেটে তালা দিয়ে রাখুন যাতে তারা কোনো ধারালো জিনিস হাতে না পায়।

নান্দনিক

রান্নাঘরকে সাজানোর সময় আপনি নিশ্চয়ই শুধু এর সর্বোচ্চ ব্যবহারই চাইবেন না, বরং নান্দনিকতাও চাইবেন যা আপনার কাছে মনোরম মনে হবে। আপনি কিচেন কাউন্টার টপের জন্য টাইলস, গ্রানাইট বা কম খরচের কোন উপাদান ব্যবহার করতে পারেন। একটি কিচেন ম্যাট রান্নাঘরে উষ্ণ আবহ প্রদান করবে এবং অ্যাপার্টমেন্টের বাকি অংশগুলোকেও পরিস্কার রাখতে সাহায্য করবে।

বাজেট

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ বিষয় হল, রান্নাঘর নতুন করে সাজানো বেশ ব্যয়সাপেক্ষ, তাই আগে থেকেই বাজেটের কথা বিবেচনায় রাখতে হবে। যদি আপনার বাজেট কম হয়ে থাকে, কম খরচের সংস্কারর যেমন স্টোরেজের সমস্যা সমাধানের মতো কাজ করিয়ে নিয়ে এরপর এক এক করে অন্য জরুরী সংস্কারগুলো করাতে পারেন।

আপনার রান্নাঘরকে নতুন রূপে সাজাতে বিটিআই ইন্টেরিয়র সল্যুশন এর পরামর্শ নিতে পারেন।

16604