8 Great Moving Tips for Easy Apartment Shifting

Blog » Apartment Living

8 great moving tips 769754
October 1, 2016 Apartment Living

You have finally bought your own apartment and are ready to move in. But in all the excitement of being a new homeowner you have overlooked one crucial thing- that is shifting to your new apartment. Relocating can be a pretty stressful activity if not well planned ahead, so here are some great moving tips to make your home shifting as easy as a pie.

Plan ahead

One costly mistake you can make during apartment shifting is leaving everything until the last minute. Try to plan at least a week ahead of the day you plan to move in to your new apartment. Even if you have little time left, spending a few moments on planning and organizing can make your apartment shifting process a lot smoother and ensure that you do not leave behind anything valuable in your old apartment.

Consider the distance

Distance has a huge impact on your home relocating. If your new apartment is in a different location, then ultimately it will take longer time. A simple but effective relocation tip is to visit your new apartment prior to the day you are moving in and assess the distance and plan accordingly so your shifting is less stressful.

Throw away or donate old stuff

You do not need to take everything to your new home. One of the simple apartment moving tips is to begin putting aside stuff you no longer need- it could be an old worn out sofa that will do nothing to enhance the décor of your new home or a trunk full of clothes you have not worn in years. You can create a donation box and give them to people who are underprivileged.

Keep your valuables in a safe place

While shifting, it can be easy to misplace your valuable possessions such as jewelries, cheque book, credit cards, and important documents, so make sure you take special care of these items and put them in a place you do not later forget. To be more prudent, keep a list of the valuable items and documents so when you are at your new apartment, you can verify that nothing is missing.

Get enough packing materials

To accommodate all of your crockeries, lamps, books and other personal belongings buy more than enough packing materials, including cartons, ropes, scotch tapes and secure them tightly so breakable items are not damaged during the transportation. For extra care of fragile items like glassware, get some Styrofoam packing inside the cartons to provide additional support.

Rent transportation service ahead

Carrying your goods to your new home is an essential part of home relocation. It is important to hire someone reliable during apartment shifting so that you do not end up losing your possession, and your belongings reach the new apartment in a timely fashion. It is best to hire a professional in such instances. If you are moving a short distance you may able to shift all your furniture and stuff in one trip depending on the size of your pick up van and sometimes if the location is further, it might take a few more trips.

Clean your current home

Just because you are moving into a new home does not mean you should leave a mess behind in your old home. A basic cleaning of the apartment such as clearing off cobwebs, sweeping dust and mopping should suffice to give your apartment a cleaner look.

Set up utility connection in your new home

Before moving in, hire local electrician or plumber to make sure all the necessary lighting fittings and plumbing ware are properly set up. Hence you do not have to live in an apartment without electricity or water supply.

Get ready to move in and start your new life at your new apartment.

With these easy and simple apartment moving tips, hopefully, you will plan ahead and reduce your moving day stress. You can hire professional helpers who provide apartment shifting services to make your home relocation a lot simpler and hassle free.

If you buy an apartment from bti, as part of its value added services, you can get shifting service to make sure you enjoy your homeownership and have a stress free shifting.

Keywords: moving tips, apartment shifting, packing tips, apartment shifting service, easy apartment moving tips, home relocation, moving into a new home, apartment moving tips, shifting homes

 

******************************************************************

 

সহজে এপার্টমেন্ট শিফট করার ৮টি দারুন আইডিয়া

অনুবাদক: আহমেদ নাজিয়া

অবশেষে আপনি আপনার নিজের জন্য একটা ফ্ল্যাট কিনলেন এবং এখন দ্রুত সেখানে উঠতে চাইছেন। নিজের বাড়ি হবার পর বিভিন্ন ধরনের উত্তেজনায় আপনি আসল ব্যাপারটাই হয়তো ভুলে গেলেন যে এখন আপনাকে অ্যাপার্টমেন্ট শিফট করতে হবে। অ্যাপার্টমেন্ট শিফট করা খুবই ঝামেলার কাজ যদি না খুব ভালোভাবে প্লান করে আপনি সেই কাজটা করেন। তাই এখানে কিছু সহজ কিন্তু ভালো আইডিয়া দেয়া হলো যেগুলো অ্যাপার্টমেন্ট শিফট করার সময়ে আপনাকে সাহায্য করবে।

আগে থেকে সঠিক পরিকল্পনা করা

অ্যাপার্টমেন্ট শিফটের সময় আপনি যে ভুলটি করতে পারেন তা হলো শেষ সময়ে এসে সব গোছগাছ করেন, অ্যাপার্টমেন্ট শিফটের ঠিক এক সপ্তাহ আগে থেকে সব কিছু প্লান করে গোছানো উচিত যাতে শেষ সময়ে এসে কোন গুরুত্বপূর্ণ জিনিস অ্যাপার্টমেন্টয় ফেলে রেখে না যান। আপনার হাতে খুব অল্প সময় থাকলেও আপনার উচিত সাবধানতার সাথে পরিকল্পনা করা যেন কোন মূল্যবান জিনিস পুরোনো অ্যাপার্টমেন্টয় থেকে না যায়।

দূরত্ব সম্পর্কে আগেই জানা

অ্যাপার্টমেন্ট বদলের জন্য দুরত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনার নতুন অ্যাপার্টমেন্ট বর্তমান অ্যাপার্টমেন্ট থেকে অন্য কোন এলাকায় হয়ে থাকে তাহলে অ্যাপার্টমেন্ট বদলের কিছুদিন আগেই সেখানে গিয়ে দূরত্বটুকু জেনে নিয়ে একটু চিন্তা ভাবনা করেই অ্যাপার্টমেন্ট বদলানো উচিত। সেক্ষত্রে শিফট করার সময়ে ঝামেলা হবার সম্ভাবনা কম থাকবে।

পুরনো জিনি ফেলা অথবা দিয়ে দেওয়া

পুরনো সমস্ত জিনিস সব সময় নতুন অ্যাপার্টমেন্টে নেবার কোন প্রয়োজন নেই। ঝামেলাহীন অ্যাপার্টমেন্ট শিফট করার একটা সহজ উপায় হচ্ছে পুরনো জিনিসপত্র যেগুলোর আর কোন দরকার নেই সেগুলো নতুন অ্যাপার্টমেন্টে সাথে করে না নিয়ে যাওয়া। হতে পারে পুরনো কোন সোফা যেটা নতুন অ্যাপার্টমেন্টে নিয়ে গেলে সৌন্দর্যহানী হবার সম্ভাবনাই বেশি অথবা হতে পারে এক বাক্স পুরনো জামা কাপড় যেগুলো বছরের পর বছর ব্যবহার করা হয় না। পুরনো জিনিসগুলো গরীব ও সুবিধাবঞ্চিত মানুষকে অ্যাপার্টমেন্ট শিফট করার আগে দিয়ে দেওয়া যেতে পারে।

গুরুত্বপূর্ণ জিনিস নিরাপদ জায়গায় রাখা

অ্যাপার্টমেন্ট বদলের সময় খুব সহজেই মূল্যবান জিনিসপত্র যেমন সোনার গয়না, চেকবই, ক্রেডিট কার্ড, গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে যেতে পারে। তাই এগুলো আগেই ভালোভাবে নিরাপদ স্থানে সরিয়ে রাখা উচিত এবং দরকার হলে এগুলোর একটি লিস্ট রাখা উচিত যাতে নতুন অ্যাপার্টমেন্টে গিয়ে পরে চেক করা যায় কোন কিছু পুরনো অ্যাপার্টমেন্টে ভুল করে রেখে আসা হয়েছে কিনা।

প্যাক করার প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করা

অ্যাপার্টমেন্ট শিফট করার আগেই মালপত্র গোছানোর এবং প্যাকেট করার জন্য বিভিন্ন সাইজের বক্স, কার্টুন, স্কচটেপ, দড়ি ও কাঁচির ব্যবস্থা রাখা উচিত। কাচের জিনিস, বইপত্র, ল্যাম্প এবং অন্যান্য মালামাল ভালোভাবে বেধে বাক্সে না ভরলে সেগুলো শিফট করার পথে ভেঙে যেতে পারে অথবা নষ্ট হতে পারে। এছাড়া সহজেই ভংগুর জিনিসের জন্য বক্সের ভিতরে আলাদা ফোম জাতীয় জিনিস রাখা উচিত।

মালামাল বহনকারী যানবাহনের ব্যবস্থা করা

নির্ধারিত সময়ের মধ্যে নিরাপদে মালামাল নতুন অ্যাপার্টমেন্টয় শিফট করার জন্য আগেই গাড়ি সার্ভিস ভাড়া করা উচিত। দূরত্ব অনুযায়ী গাড়ির সাইজ দেখে ভাড়া করলে হয়তো এক ট্রিপেই সমস্ত মালামাল নেওয়া যেতে পারে সেক্ষত্রে বার বার মালামাল নেয়ার জন্য পিকআপ গাড়ির যাওয়ার প্রয়োজন এবং খরচ দুইটাই কমে আসে।

পুরনো বাড়িকে পরিষ্কার রাখা

নতুন অ্যাপার্টমেন্টে যাবার আগে পুরনো অ্যাপার্টমেন্ট নোংরা অবস্থায় রেখে যাওয়া অবশ্যই উচিত নয়। ঘরগুলোকে ঝাড়ু দিয়ে, মুছে পরিষ্কার রেখে যাওয়া নৈতিক দায়িত্বের ভিতরেই পরে।

নতুন অ্যাপার্টমেন্টের প্রয়োজনীয় ব্যবহারিক জিনিস আগে থেকেই ঠিক করা

বিদ্যুৎ মিস্ত্রি, পানির মিস্ত্রিকে বলে নতুন অ্যাপার্টমেন্টে টিভি, ফ্যান, লাইট ও পানির ফিটিংস গুলো আগেই ব্যবহার উপযোগী করা উচিত যাতে অ্যাপার্টমেন্টে উঠে যাবার পরে এগুলো জন্য ঝামেলা না হয়।

তাহলে অ্যাপার্টমেন্টে শিফট করার জন্য তৈরি হয়ে যান এবং নিজের নতুন অ্যাপার্টমেন্টে বসবাস করা উপভোগ করুন।

এপার্টমেন্ট শিফট করার এই সহজ এবং উপকারী উপায়গুলোর মাধ্যমে আশা করি আপনারা আপনাদের ঐ সময়ের বাড়তি চাপ ও ঝামেলা কে অনেক অংশে কমিয়ে আনতে পারবেন। আবার আপনি প্রোফেশনাল কাজের জন্য “এপার্টমেন্ট শিফটিং সার্ভিস ” এর সাহায্য নিয়ে অ্যাপার্টমেন্ট শিফট করতে পারেন তাহলে আপনার কষ্ট ঝামেলা কম হবে। আপনি যদি বিটিআই থেকে এপার্টমেন্ট কিনে থাকেন তাহলে তাদের নিজস্ব সার্ভিস হিসেবে শিফটিং সার্ভিস পাবেন। বাড়িওয়ালা হিসেবে নিজের বাড়িতে থাকার অনুভূতি ঝামেলা ছাড়াই উপভোগ করদে পারবেন।

16604