You may be the owner of a luxury apartment in the richest part of town or you may have a small affordable rental place you call home. No matter which category you belong to, we all long to come back to a place we call home. Your apartment may have beautiful architecture or expensive furniture, but to actually turn it into a home, you need something more- you need to instill your own imprints in your apartment décor. How do you make your apartment a home? How will you have a Signature Style Home Décor?
Show off your passion
Everyone has a hobby, it could be something as contrite as collecting coins, or something as creative as painting. Don’t let your passion collect dust hidden in a tiny jar or inside dusty sketchbooks. Let the world know about it. You can frame your coin collection and display them in your living room or bedroom. Similarly, you can hang your pictures to add your own color to your apartment.
Frame your memories
Nothing adds your personality to your apartment better than showing off your memories in the form of pictures. If you love traveling, dedicate a gallery wall to your world tour adventures or simply frame pictures of family to reminisce the good old times. You can get creative and even add a family tree in your living room to display your ancestral list to your visitors. It will surely be a unique decorating idea which can be a great conversation starter with your guests.
Cherish the old times
An apartment can only become home when it has people and history attached to it. This does not mean you have to hoard all the junk furniture to clutter your apartment, but try to decorate your apartment with stuff that means something to you. For instance, if you are lucky to own something vintage-y, you can add a unique touch by displaying stuff belonging to a different era- such as a typewriter or a gramophone record. They add a timeless flavor to your otherwise-modern apartment décor.
Add small touches
Every painter needs to add finishing touches to make it a masterpiece. Likewise, you need the small things to make your apartment décor stand out as your own. If you love greenery, add flowers and potted plants. They are not only good for their aesthetics, but also for providing you with a healthy apartment living.
Create a space that you love
Apart from focusing on your apartment décor, you should also dedicate a room or space solely for you. It could be anything- from a private nook on your rooftop to a study room in your apartment to a vegetable garden in your balcony. This way, you will have your own tiny sanctuary, where you can escape from all of your worldly worries.
Instead of having a luxury apartment fitted with artificial grandeur, try truly making it your home with your own signature style. This way you will not only have a beautifully decorated apartment, but a home filled with warmth and inviting to everyone living in it or coming for a visit.
**********************************************************************
লেখক: তাসনিয়া তাজিন অনুবাদক: আহমেদ নাজিয়া
শহরের কোন একটা ধনী এলাকায় আপনি রাজকীয় একটা ফ্ল্যাটে বাস করতে পারেন অথবা কোন একটা ছোট ভাড়া বাসায় আপনি থাকেন। আপনি যে ক্যাটাগরির হোন না কেন দিন শেষে আমরা যেখানে ফিরে আসি সেটাকেই বাড়ি বলে। হতে পারে আপনার এপার্টমেন্টে অনেক সুন্দর বা দামি ফার্নিচার রয়েছে কিন্তু এপার্টমেন্টকে মনের মতো সাজাতে চাইলে আপনাকে আরো কিছু করতে হবে। আপনাকে নিজস্বতার ছৌয়া দিয়ে এপার্টমেন্ট সাজাতে হবে। কিভাবে এপার্টমেন্টকে নিজের মনের মতো বাড়ি করে তুলবেন?
নিজের ইচ্ছাকে কাজে লাগান
সবারই কিছু শখ থাকে, কেউ কয়েন জমায় কিংবা কেউ ছবি আকে। আপনি আপনার শখকে একটা জারের ভিতরে বা কোন একটা স্কেসবুকের ভিতরে সীমাব্ধ না রেখে বাইরের মানুষকে সে বিষয়ে জানান। কয়েন কালেকশন কে ফ্রেম করে লিভিং বা বেড রুমে রাখতে পারেন তেমনি নিজের আকা ছবি এপার্টমেন্টে টানিয়েও রাখতে পারেন।
স্মৃতি কে ফ্রেমে তুলে রাখুন
স্মৃতিকে ছবির সাহায্যে নিজের বাড়িতে বাধিয়ে রাখার চাইতে ভালো কিছু বাড়ি সাজানোর ক্ষেত্রে হতে পারেনা।যদি আপনি ঘুরতে পছন্দ করেন তাহলে সমস্ত ট্যুরের ছবি তারিখ সহ গ্যালারি আকারে টানিয়ে রাখতে পারেন অথবা পরিবারের সাথে ছবি দিয়ে পুরোনো দিনের কথা মনে করতে পারেন। ফ্যামিলি ছবির ট্রি বানিয়ে লিভিং রুমে রাখতে পারেন এতে মেহমানেরা আপনার রুচি সম্পর্কে অবহিত হবে।
পুরোনো দিন কে মনে করিয়ে দেয়া
একটি এপার্টমেন্ট তখনই বাড়ি হয় যখন এখানে পরিবার এবং ইতিহাস মিলে স্মৃতি হয়ে যুক্ত থাকে। তার মানে এই না পুরোনো সব ফার্নিচার বা জিনিস দিয়ে ঘর এলোমেলো করে রাখতে হবে বরং পুরোনো এমন কিছু কিছু জিনিস দিয়ে ঘর সাজানো উচিৎ যেগুলো আসলেই অনেক গুরুত্বপূর্ণ আপনার কাছে। যেমন আপনি,আগের যুগের টাইপ রাইটার, গ্রামোফোন এগুলো দিয়ে ঘর সাজাতে পারেন।এগুলো আগের যুগের ঐতিহ্য বহন করে থাকে।
হাতের ছোঁয়া
যে কোন শিল্পকে মাস্টারপিস করার জন্যে প্রতিটা শিল্পীকেই তার হাতের শেষ ছোঁয়া দিতে হয়। তেমনি নিজের বাড়ি সাজাতে নিজের হাতে ছোঁয়ার খুব দরকার, হতে পারে নিজে হাতে সবুজ গাছ লাগালেন, ফুল রাখলেন যেটা শুধু দেখতেই সুন্দর না বরং এপার্টমেন্ট কে স্বাস্হ্যসম্মত ও রাখে।
ভালোবাসার একটা জায়গা বানান
এপার্টমেন্ট ডেকোরের পাশাপাশি শুধু নিজের জন্য একটা জায়গা করুন যেখানে আপনি নিজের পছন্দমত সময় কাটাতে পারবেন যেমন ছাদের উপর স্টাডি রুম অথবা ব্যালকনিতে সবজিবাগান ইত্যাদি। এভাবে হাতের ছোঁয়া দিয়ে এপার্টমেন্ট কে নিজের মনের মত করে তুলুন।
দামি ফার্নিচারে বিশাল এপার্টমেন্ট ভরতি থাকার চাইতে নিজের পছন্দ অনুযায়ী সিগনেচার স্টাইলে এপার্টমেন্টকে সাজিয়ে তুলুন। তাহলে এপার্টমেন্টটা শুধু দেখতেই সুন্দর হবে না বরং অতিথি আপ্যায়নের জন্যও দারুন একটা জায়গা হবে।
16604