7 Ways to Turn Your Apartment into a Tropical Paradise

Blog » Apartment Living

7 ways to turn apartment into tropical paradise 458905
June 4, 2016 Apartment Living

Who doesn’t love the idea of vacationing on a tropical island, and basking in the sun, while hearing the waves crash?  There is nothing more relaxing than sitting on a sun lounger sipping coconut water.

What if you could have all of that right in your apartment? You no longer have to spend bucks on a trip to Hawaii. In Bangladesh with its climate, readily available tropical decor and a working budget, you can easily transform your apartment into an oasis with some simple tropical decorating ideas.
Be bold with the colors

When you think of tropical colors, bright sunny, orange, green and blue comes to mind. These will uplift your apartment décor with their vibrancy, and add color to your life. You can combine soft colors such as beige, cream, and tan with bold colors to highlight the brighter colors. For instance, paint your walls or use floor tiles in soft colors, and use bold colors in décor, to accentuate the tropical vibe. Use turquoise, cyan to infuse elements of sky and ocean, with a combination of pastel, bright green and oranges that are native to tropical plants.

Use natural materials

Tropical style is all about being in harmony with the nature, so try to incorporate natural materials in your apartment décor as much as possible. One of the tropical apartment decorating ideas include using furniture made of wood, bamboo, rattan or wicker. Add a sofa set or a coffee table in your living room, bedroom or patio, and accessorize with bamboo mats or accents, to create a tropical room.

Incorporate nature

Do not forget the essential component in tropical décor- which is adding plants to your apartment. You can find a variety of tropical plants in nursery such as lady palm, parlor palm, bamboo palm, which are reminiscent of tropical oasis. To make your apartment more eye-catching, pot your plants in earthen pots or wicker baskets, and place them on the entryway or beside a sofa in the living room. Add banana leaves in large vase, or a couple of brightly colored fresh flowers in your windowsill to make the space brighter.

Invite light in

Tropical places are always bright and sunny. So make sure your room gets ample natural light during the day. Leave your window curtain open and remove dark colors to make the room brighter. If your apartment has a great scenic view, try to utilize it, and install some bay windows. During the night, light some scented candles such as coconut fragrant candles, or potpourris for a soothing tropical ambience in your room.

Decorate your patio

You can decorate your patio with a lounger, and hang a few lanterns to get the feel of vacation in a luxury resort. Hanging some wind chimes can be the icing on the cake of your tropical décor. Do not forget the accents too. Place a bamboo mat and green potted plants to uplift your décor.

Add tropical accessories

For tropical design ideas, you can incorporate tropical accents and accessories to spruce up your décor. For instance, shop for throw pillows, paintings, wreaths with tropical hints such as palm tree, coral, shell, etc. You can find a plethora of tropical decorations available online.

Include a fountain

Sure, you might not be able to create an ocean in your apartment no matter how luxurious it is. But you can replicate it by adding a stunning fountain in your apartment.  Fountains are available in many sizes and shapes. They are brilliant décor to append luxury to any room- be it your living room or entryway. Go for fountains of natural hue, such as earthy or stone textured, so it looks like you have a miniature waterfall in your living room.

When decorating your apartment in tropical style, remember to keep in mind- it is all an interplay of comfort, vibrancy and nature. With these simple tropical decorating ideas, you can easily turn your ordinary apartment into a tropical paradise, where you will feel like you are on a vacation home every time you return, after a long tiring day at work.

You can visit Orchid at bti Premier Plaza for luxury fountains and many other decoration ideas for giving your home a tropical makeover.

**************************************

৭টি সহজ উপায়ে সাজিয়ে তুলুন আপনার ঘর

দ্বীপে বসে সমুদ্রের পাড়ে সময় কাটাতে কার না ভালো লাগে। সূর্য স্নানের সঙ্গে সমুদ্রের ঢেউয়ের গর্জন।এযেন এক টুকরো স্বর্গ।

এমন কিছু যদি আপনার ঘরেই তৈরি করা সম্ভব হয় তবে কেমন হবে বলুনতো। আপনাকে আর টাকা খরচ করে সমুদ্রের পাড়ে বসে থাকতে হবেনা। মন খারাপের প্রতিটা সময় আপনার ঘরেই কাটবে দারুণ কিছু মুহূর্ত।

বাংলাদেশের আবহাওয়া এবং তাপমাত্রার কারণে ঘরে বসেই এমন করে ঘর সাজানো সম্ভব। এজন্য কিছু বিষয় আপনাকে মেনে চলতে হবে।

১. রং:

বাড়িতে এমন রং নির্বাচন করুন যাতে করে আপনি সৈকতের ফ্লেভার পেতে পারেন। এটা হতে পারে, সূর্যের মতো উজ্জ্বল কমলা কিংবা সাগরের মতো নীল। এই রং আপনার ঘরের চেহারা এবং পরিবেশই পাল্টে দেবে। এর সঙ্গে আপনি কিছু হালকা রং ও ব্যবহার করতে পারেন। ক্রিম রংয়ের মতো কিছু হালকা রং আপনার পরিবেশে বাড়তি আভা যোগ করতেপারে।

আকাশ এবং সমুদ্রের ছোঁয়া আনতে সায়ান, পেস্ট কিংবা নীল রং ব্যবহার করতে পারেন। আর সবুজ রং প্রতিনিধিত্ব করতে পারে গাছের।

২. প্রাকৃতিক বস্তু:

চেষ্টা করুন প্রাকৃতিক ও নান্দনিক বস্তু দিয়ে ঘর সাজাতে। কারণ এসব কিছু আপনি করছেন প্রকৃতির কাছে যাওয়ার জন্য।

হতে পারে সেটা কাঠ কিংবা বাঁশের ফার্নিচার। কিংবা বাসার ম্যাট ও প্রাকৃতিক উপায়ে তৈরি হতে পারে। এতে করে আপনার বাসাতেই মিশবে সবুজ। নেমে আসবে প্রশান্তি।

৩. গাছ:

প্রাকৃতিক আসবাবের পর নজর দিন গাছের উপর। এতে করে প্রকৃতিই যেন আপনার কাছে চলে আসবে। ঘরে যতগুলো সম্ভব গাছের চারা রাখুন।

আমাদের দেশে অনেক ছোট বড় টব পাওয়া যায়।লেডিপাম, পার্লারপাম, পাতাবাহার সহ বেশ কিছু গাছ আপনি ঘরের ভেতর সাজাতে পারেন।

আপনার ঘরকে আরো আকর্ষণীয় করতে ঢোকার রাস্তার দুপাশেই রাখতে পারেন টব। এছাড়া সোফার ‍দু’পাশে রাখলেও আপনার ঘরকে তা নান্দনিক করে তুলতে সাহায্য করবে।

বড় ফুলদানীতে কলা গাছের পাতাও রাখতে পারেন। জানালার পাশে রঙিন ফুল আপনার ঘরকে করে তুলবে আরো উজ্জ্বল।

৪. আলো:

ঘরে পর্যাপ্ত আলো ঢুকতে দিন। সমুদ্র সৈকত সবসময় আলোয় পরিপূর্ণ থাকে। তাই খেয়াল রাখবেন আপনার ঘরে যেন পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকে।

আপনার জানালার পর্দা সরিয়ে রাখুন এবং পর্দায় কালো রং ব্যবহার না করে একটু উজ্জ্বল রং ব্যবহার করার চেষ্টা করুন।

আপনার জানালা দিয়ে যদি ভালো কোনো দৃশ্য দেখা যায় তবে একে ব্যবহার করুন। রাতে জানালার পাশে মোমবাতি জ্বালাতে পারেন।

৫. ঘরের বাইরেও সাজান:

ঘরের পর, উঠানের দিকেও একটু নজর দেয়া জরুরি। বাড়ির সামনে কিছু বাতি ঝুলিয়ে দিতে পারেন। দরজার সামনে থাকতে পারে উইন্ড চাইম।

দরজার সামনে একটি বেতের ম্যাট এবং দুটি গাছের চারা আপনার বাড়ির চেহারাকেই বদলে দেবে।

৬. সামুদ্রিকশো-পিস:

সামুদ্রিক বস্তু বলতে আসলে এমন কিছু বোঝানো হয়েছে যেটা আপনাকে সমুদ্রের ছোঁয়া এনে দেবে। হতে পারে সেটা কোনো পেইন্টিং কিংবা কোনো পাম গাছ। ঝিনুক দিয়েও আপনার ঘরকে সাজাতে পারেন।

৭. ঝর্না:

আপনি যত চেষ্টাই করুন না কেন, ঘরের মাঝে তো সমুদ্রকে নিয়ে আসা সম্ভবনা। তবে একটা কৃত্রিম ঝর্নার ব্যবস্থা আপনি করতে পারেন।

এখন অ্যাপার্টমেন্টের জন্য বিভিন্ন আকারের কৃত্রিম ঝর্না পাওয়া যাচ্ছে। ঝর্নার সামনে কিছু পাথর রাখতে পারেন। এতে করে আপনার ঘর হয়ে উঠবে আরো প্রাকৃতিক।

ঘর সাজানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যে এটা আসলে আপনার আরাম, প্রকৃতি ও সাধ্যের মিশেল। এই পদ্ধতিগুলো অনুসরণ করলে খুব সহজেই আপনার ঘরকেই দিতে পারবেন হাওয়াই কিংবা মিয়ামি সৈকতের কোনো রিসোর্টের আবহ।

বিটিআই প্রিমিয়ার প্লাজার অর্কিডে গেলে আপনি বাসার জন্য ঝর্না পেতে পারেন।

Save

16604