Color Palette of the Week: Decorate your Apartment in Green

Blog » Apartment Living

apartment decor with green color 233394
December 24, 2016 Apartment Living

“Remember color is not just color, but mood, temperature and structure.” – Van Day Truex

Choosing the color of your home can be a daunting task especially with so many options available. Although color choice may vary according to your personal taste, today we are here to show you how to incorporate the color green in your apartment decoration.  Green is refreshing, rejuvenating, soothing as well as bright- it can come in soft color tones such as lime, kiwi as well as dark hues such as olive, dark green and so on. Here is how to use this versatile color in your apartment.

As a backdrop

In this winter, you can easily add vibrancy to your home by using green as paint color for your walls. It will make the room more vibrant and spacious. For effectiveness, choose light shades of green such as pistachio green, mint green or kiwi green. Samantha Schoech, author from Houzz suggests that it’s important to pick a right shade before you decide to work since there are so many options available. Compliment it with other colors, in my opinion white works best with green, but then again white works well with almost everything. You can also combine green with orange but keep the orange a light hue and in minimal so that the colors are not too overpowering in your apartment decoration.

In furniture

The right shade of green in the furniture can greatly elevate the elegance of your room. For instance, if your home is painted in cream or off white, adding olive fabric for your sofa piece or curtains can add sophistication. Choose open ended furniture to make the room look spacious.  Or in your bedrooms you can also add floral green bedspreads to transform your room and give it a spring vibe in the midst of winter.

As pattern or textures

You don’t always have to stick to a complete green color palette for apartment decoration. You can break the monotone by using green color tone in patterns or textures in print form. For instance, get accents and fabrics with hints of green shade in combination with other colors such as baby pink, light yellow etc.

As nature

An easy way to add green to your home is to use greenery in your apartment décor. Plants are great in any season but in winter another added bonus of having indoor plants is that they can keep your home warmer as they release moisture into the air and thereby increase humidity inside keeping you warm and toasty in winter. However, plants are sensitive during this season, so don’t forget to take special care such as making sure they are getting abundant sunlight.

You can also search the internet for apartment decorating ideas in green for various rooms such as bedroom, living room, etc and get inspiration. Or consult bti interior solutions to get expert help on how to decorate your apartment using this versatile and vibrant color.

**********************************************************************

এই সপ্তাহের কালার প্যালেট: আপনার বাসাকে সবুজ রঙে সাজান

লেখক: তাসনিয়া তাজিন                           অনুবাদক: আহমেদ নাজিয়া

 “মনে রাখবেন রঙ শুধু রঙই না, মুড,তাপমাত্রা ও স্ট্রাকচারের বহিঃপ্রকাশ। “-ভ্যান ডে ট্রুএক্স।

বাসার জন্য এতোগুলো রঙের ভিতরে সঠিক রঙ নির্বাচন করা অনেক বেশি কঠিন। যদিও একেকজনের ব্যক্তিগত পছন্দের উপর রঙ পছন্দের ব্যাপার নির্ভর করে তারপরো আজ বাড়িতে সবুজ রং ব্যবহারের উপর আলোচনা করা হয়েছে। সবুজ রং শান্ত, স্নিগ্ধ, জীবন্ত এবং সাথে সাথে এটি থেকে হালকা কলাপাতা, কিউয়ি সবুজ রঙ যেমন তৈরি করা যায় তেমনি গাড়ো অলিভ,গাড়ো সবুজ রঙ ও তৈরি করে।এখানে আপনার এপার্টমেনটে সবুজের এই নানাবিধ ব্যবহার নিয়ে আলোচনা করা হলো।

ব্যাকগ্রাউন্ড হিসেবে:

এই শীতে ঘরকে জীবন্ত করার জন্য দেয়ালে সবুজ রং ব্যবহার করা যেতে পারে। ফলাফল ভালো পাবার জন্য এর সাথে শেড হিসেবে পিটাচিও সবুজ, মিন্ট সবুজ বা কিউয়ি সবুজ ব্যবহার করা উচিৎ। হাউজ সাজেস্টের লেখক সামানথা সকয়েচ বলেন ” যেহেতু অনেক রকম রঙ পাওয়া যায় তাই বাড়িতে রং করার আগেই রং এর সঠিক শেড নির্বাচন করা উচিৎ। আমার মতে অন্যান্য রং এর চাইতে সাদা সবুজের সাথে বেশি কাজ করে,আবার সাদা সব কিছুর সাথেই ভালো ভাবে কাজ করে। এছাড়া আপনি সবুজের সাথে কমলাও ব্যবহার করতে পারেন কিন্তু কমলার পরিমান কম হতে হবে যাতে রং টা বেশি চোখে না পড়ে।”

ফার্নিচারের ব্যবহার:

ফার্নিচারে সবুজের সঠিক ব্যবহার আপনার ঘরকে এনে দিতে পারে আভিজাত্য। যেমন যদি আপনার ঘরের রং সাদা বা অফ হোয়াইট হয় সেক্ষেত্রে হালকা সবুজের সোফার কাভার বা পর্দা ঘরকে আরো সুন্দর করে তুলতে পারে। ঘরে ওপেন এন্ডেড ফার্নিচার রাখুন যাতে ঘর আরো বড় দেখায়। শীতের মাঝামাঝি সময়ে ফ্লোরাল সবুজ প্রিন্টের বিছানার চাদর একটু পরিবর্তন আনতে পারে।

প্যালেট বা টেক্সচার:

সব সময় সম্পুর্ণ সবুজ কালার প্যালেট না ব্যবহার করে সবুজ রং এর ডিজাইন বা টেক্সচারের ব্যবহারও করা যেতে পারে। সাথে বেবি পিংক বা হালকা হলুদ রং মিশিয়ে ফেব্রিক ডিজাইন করে ফেলতেও পারেন।

প্রাকৃতিক ভাবেঃ

সব চাইতে সহজ উপায় হলো ছোট ছোট সবুজ গাছপালা লাগিয়ে এপার্টমেন্টকে সবুজ করা। গাছপালা যেকোন ঋতুর জন্যই উপযূক্ত কিন্তু শীতের দিনে ঘরের ভিতরের  ছোট ছোট গাছ আমাদের বাতাসের মাধ্যমে ময়েশ্চার প্রদান করে যেটা ঘরকে গরম করতে সাহায্য করে।আবার শীতকালে গাছের প্রতি বেশ যত্নশীল হওয়া দরকার এবং তারা যাতে পর্যাপ্ত রোদের আলো পায় সেদিকেও খেয়াল রাখা উচিৎ।

এছাড়া আপনি অনলাইনেও ঘরের ইন্টেরিয়র ডিজাইন হিসেবে সবুজের ব্যবহার জেনে নিতে পারেন অথবা বিটিআই এর ইন্টেরিয়র সল্যুশন এর সাহায্য নিয়ে ঘরকে প্রানবন্ত ও সতেজ করে তোলার পরামর্শ নিতে পারেন।

16604