Most apartments these days come with several extra rooms and if you have a small family, chances are you have one spare room in your apartment that sits empty collecting dust all over the year or that is overstuffed with all of your unused possessions of which you have no need.
With some easy renovations and a little bit of planning, you can transform your spare room from an eye sore of a room that no one steps in to a well designed room that has several potential uses.
Here are a few ideas to make the most of your spare room:
De-clutter your spare room
Since your spare room is not so heavily used, chances are you have stuffed it with all kinds of things you do not necessarily use but you cannot let go of either just because of sentimental value attached to it or simply because you are a hoarder. In that case, I would suggest, clear the space and throw away stuff you do not need. Give the room air to breathe so you can start redecorating it.
Create a well organized storage place
Most apartment dwellers constantly struggle for space, so make smart use of the space you have in your apartment. You can get creative by adding unique shelving units or have multipurpose furniture to add storage space to your room. In the beginning it may cost you some finances but in the long run you will be rewarded with an aesthetic, well organized storage space.
Redesign it into something you love
If your spare room was originally meant to be a guest room it doesn’t necessarily mean, you have to keep it that way. Suppose you never get any visitors. In that case instead of having a room with a bed no one sleeps in which seems pretty impractical and a waste of space; turn it into a functional space. For instance if you are a study buff, you can turn your spare room into a study room to keep it separate from your bedroom. The practice of having a study room is pretty common among apartment dwellers these days. Or if you have a hobby, such as painting, playing a musical instrument or handicraft work, turn your room into a hobby space. This will not only provide purpose to your unused room but also inspire you to get your creative juices flow.
Make it multifunctional
Most of the time you do not need to devote an entire room for a single purpose. Following the above example if you turn your room into a hobby room, it does not mean you have to use the room only when you are feeling creative or carrying out your hobby. You can divide your room into separate sections. For instance along with your painting stuff, easel board, dedicate one corner of your room with a low mattress which you can use for a cozy resting nook to sit back and relax.
Turn it into an entertainment room
Let’s face it, not all of us are writers, or artists or creative. Some people just want to add a little zing to their lives. You can turn the room into an entertainment zone by adding that home theater system you have coveted for so long. If you have DVD or music collection, you can display in shelving units. Or if you are a sports person you can turn it into an indoor games room whether you are a pool lover or a hard core video gamer. You can also display any sports achievement, trophies you have won and display them proudly in your room
Create a toy room
If you have a child, turn your spare room into a toy room. Children need lots of storage space with their overflowing clothes and toys as they are growing up. You can add a cute dresser or wicker baskets or add creative shelving to store your child’s clothing items and toys.
The options to redesign and transform your spare room are endless. With these spare room decorating ideas, hopefully you will find something to make use of that neglected room in your apartment. So be creative and create a space so that you can love to spend your time.
For any interior design consultancy you can contact bti interior solutions to provide you with the perfect spare room you envisioned for your apartment.
*********************************************************************************************
কিভাবে আপনার স্টোররুকে আকর্ষণীয় করে তুলবেন
লেখকঃ তাসনিয়া তাজিন
আজকাল অধিকাংশ অ্যাপার্টমেন্ট এ অনেকগুলো অতিরিক্ত কক্ষ থাকে। যদি আপনি একটি ছোট পরিবারে থাকেন সেক্ষেত্রেও একটা ছোট ষ্টোররুম পাবেন। যা বছরের পর বছর খালি পড়ে থাকে। আর সেখানে জমতে থাকে ধুলো-বালি। অথবা সেটি আপনার অব্যবহৃত জিনিসপত্র দিয়ে ঠাসা থাকে। কিছু সহজ সংস্কার ও একটি সামান্য পরিকল্পনার মাধ্যমে আপনি সেটিকে একটি ভালো নকশাকৃত রুমে পরিবর্তিত করতে পারেন। সেটি আপনি বিভিন্ন ভাবে ব্যবহারও করতে পারেন।
আপনার ষ্টোররুম আকর্ষণীয় করে সাজাতে নিম্নে কয়েকটি ধারনা প্রদান করা হলো:
আপনার ষ্টোররুমকে পরিপাটি করে সাজান
যদি আপনার ষ্টোররুম অধিকভাবে ব্যবহার না হয়। আপনি যেসব জিনিস সাধারণত ব্যবহার করেন না, সে ধরনের জিনিস দিয়ে ভরে রাখেন। কিন্তু জিনিসের প্রতি বিশেষ মায়ার কারণে একটিও ফেলতে পারছেন না। সেক্ষেত্রে আমি বলব, স্টোররুমটি পরিষ্কার করে ফেলুন এবং যেসব জিনিস আপনার আদৌ প্রয়োজন নেই সেগুলো বাইরে ফেলে দিন। স্টোররুমে আলো বাতাস প্রবেশ করতে দিন।
একটি সুসজ্জিত স্টোররুম তৈরি করুন
অধিকাংশ এপার্টমেন্টের অধিবাসীরা প্রতিনিয়ত স্থান সঙ্কটে ভোগেন। তাই, আপনার অ্যাপার্টমেন্টের জায়গাগুলোর স্মার্ট ব্যবহার করুন। অনন্য শেল্ভিং ইউনিট বা সৃজনশীল ও বহুমুখী আসবাবপত্র ব্যবহার করে আপনার রুমে স্টোরেজের স্থান বাড়িয়ে তুলুন। প্রথমে আপনার কিছু আর্থিক ব্যয় বেশি হলেও , শেষ পর্যন্ত আপনার লাভই বেশি হবে। আপনি পাবেন একটি নান্দনিক, সুসংগঠিত স্টোরেজের স্থান।
আপনি পছন্দ করেন এমন কিছু দিয়ে স্টোররুম সাজান
আপনার স্টোররুম যদি মূলত একটি গেস্ট রুম হয়। এটা ভাবার কোন কারণ নেই যে আপনি এটি সেভাবেই রাখবেন। যদি দেখেন কোন অতিথী আসার কোন সম্ভবনা নেই বা কম আসছে। কারো ঘুমানোর জন্য শুধু একটি বিছানায় সেখানে পড়ে রয়েছে। তাহলে, এটিকে অন্য কাজে লাগাতে পারেন। উদাহরণস্বরূপ, আপনার যদি পড়াশোনার প্রতি বিশেষ ঝোঁক থাকে, তাহলে স্টোররুমকে বেডরুমের থেকে আলাদা একটি অধ্যয়ন রুমে পরিণত করতে পারেন। একটি অধ্যয়ন রুম থাকার অভ্যাস এপার্টমেন্টে বসবাসকারীদের মধ্যে প্রাশয় দেখা যায়। অথবা আপনার যদি পেইন্টিং, বাদ্যযন্ত্র, হস্তশিল্পের শখ থাকে, সেসব জিনিস দিয়ে ভরে তুলতে পারেন আপনার সে প্রিয় রুমটি। এটা শুধু আপনার অব্যবহৃত রুমের সফল ব্যবহার নিশ্চিত করবে তাই নয়, বরং আপনার সৃজনশীলতাকে অনুপ্রাণিত করবে।
এটাকে বহুমুখী করুন
একক উদ্দেশ্যে আপনার সম্পুর্ণ রুম ব্যবহার করার প্রয়োজন নেই। উপরের উদাহরণ অনুযায়ী, এটা ভাবার কোন কারণ নেই যে, আপনার সৃষ্টিশীল শখ থাকলেই কেবল সেটি ব্যবহার করতে হবে। আপনি আপনার রুমকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারেন। আপনার পেইন্টিং-এর জিনিস, চিত্রফলকের বোর্ড এক জায়গায় সাজিয়ে রাখতে পারেন। এক কোনায় একটা কম উঁচু মাট্রেস বসাতে পারেন। সেটাকে আরামদায়ক বিশ্রামের উপযুক্ত স্থান বানিয়ে নিতে পারেন।
স্টোররুমকে বিনোদন রুম বানিয়ে ফেলুন
আমরা যেমন সবাই লেখক নই তেমন না সবাই শিল্পী বা সৃষ্টিশীল। তাই ষ্টোর রুমকে আমরা আমাদের মনের রঙ মিশিয়ে সাজাতে পারি। কিছু মানুষ তাদের জীবনে উচ্ছলতা যোগ করতে চান। আপনার স্টোররুমকে আপনার অতি আক্ষাংখিত হোম থিয়েটার বানিয়ে ফেলতে পারেন। আপনার সংগ্রহে যদি ডিভিডি বা সঙ্গীত থাকে, তাহলে আপনি তাকে তাকে সেটি সাজয়ে রাখতে পারেন। অথবা আপনি যদি একটি ক্রীড়া ব্যক্তিত্ব হন, ষ্টোর রুমটিকে একটা ইন্ডোর গেম রুমে পরিণত করতে পারেন। ক্রীড়া ক্ষেত্রে আপনার যদি কোন কৃতিত্ব আব ট্রফি থাকে আপনি সেটা প্রদর্শনের জন্য সেখানে রাখতে পারেন।
এটাকে একটি খেলনার ঘর বানিয়ে ফেলতে পারেন
আপনার যদি কোন সন্তান থাকে, তাহলে ষ্টোররুমকে খেলনার ঘর বানিয়ে ফেলতে পারেন। একটা শিশু যখন বড় হতে থাকে তাদের প্রাচুর জামাকাপড় ও খেলনা রাখার জন্য অনেক স্টোরেজ প্রয়োজন হয়। আপনি একটি ড্রেসার বা বাঁশের ঝুড়ি রাখতে পারেন বা আপনার সন্তানের পোশাক এবং খেলনা রাখার জন্য সৃজনশীল শেল্ভ তৈরি করতে পারেন।
আপনার ষ্টোর রুমে সাজানোর অনেক অনেক উপায় রয়েছে। আশা করছি, এই পরামর্শগুলো ব্যবহার করে আপনি আপনার অ্যাপার্টমেন্টে উপেক্ষিত রুম ব্যবহার করতে পারবেন। তাই সৃজনশীল হোন এবং বাসায় এমন একটি স্থান তৈরি করুন, যেখানে আপনি আপনার সময় ব্যয় করতে ভালোবাসেন।
যে কোনো ধরনের অভ্যন্তর নকশা পরামর্শের জন্য বিটিআই-এর সাথে যোগাযোগ করুন। বিটিআই অভ্যন্তর নকশা দিয়ে আপনাকে একটি নান্দনিক ষ্টোররুম তৈরি করতে সাহায্য করবে।
16604