When you are home shopping, one of the important consideration is the apartment size. Your apartment size can greatly impact your cost of living, comfort and much more. If you are in the market for home buying, make sure you give ample thought to how much space you need in your apartment. Most of the times, when a buyer is faced with the question of size requirement in home buying, potential buyers are likely to mention how many bedrooms or bathrooms they need. While these are all pertinent factors to consider in home buying, the size of your home is much more than that.
Here is a guide on how to shop for the right size home for you:
Give priority to your budget
Whenever you are home hunting, always give utmost priority to the financing of your property. A large apartment will definitely cost you more and not just when you buy it but in the after buying stage too. The cost of maintenance, utility, renovating goes up significantly with a large size apartment. So before buying, have a clear picture on how much home you can afford.
Assess your current living space
Review the size of the home you currently reside in. And consider how it affects you and your family. Does your current home provide adequate space for you and your family? Perhaps it is too small and requires additional rooms? Or perhaps it is too big and you have unused rooms you rarely step in. Also consider the individual room spaces; do you perhaps need a bigger kitchen or a smaller living space?
Think of your future needs
After you are done assessing your current living condition, it is time to think of the bigger picture. Your home is not a place you will be living in just for now but for a long time to come. So think ahead. Do you have plans to expand your family? Perhaps you need more rooms when you think of future family planning to have more kids or because your son is getting married or your parents are coming to live with you from the village. Inspect each scenario and the likelihood of how many more rooms you will need in your home in the future.
Assess your lifestyle
Apart from having a secure roof over your head, the purpose of buying a home is to lead your life comfortably. Think about what your lifestyle demands out of your apartment size. For instance if you mostly work from your home, your apartment might need a separate study/work room apart from the bedroom. Or if you frequently invite over guests or hosts parties, you might need a bigger living room.
Make a priority list
After going through all of the above sit down and create a priority list. Jot down in your list what features and layouts your apartment should have. To have a large living room, would you mind living in a small bedroom? Or do you really need 3 bathrooms in a 2000sqft apartment? Develop a list and match them in your home hunting.
When you have a general idea of all the requirements of your apartment, hopefully it will be easier for you to decide on what is the right sized home for you. Remember if you can afford a 5500sqft apartment, it is perfectly fine. But if you have a steady income that can afford an apartment of 1200sqft and you end up buying an apartment of 3000sqft, you will be overwhelmed with the financial burden. Sometimes even a small apartment with a good layout design can feel more airy. So choose wisely the home that is the right size for you.
bti provides you with consultancy support on what is the proper design and right size home for you depending on your budget, location, future plans to ensure, you get the right home for you and your family.
*****************************************************************
লেখক: তাসনিয়া তাজিন অনুবাদ: আহমেদ নাজিয়া
অ্যাপার্টমেন্ট কেনার আগে সবচাইতে গুরুত্বপূর্ণ বিবেচনা হচ্ছে আকৃতি। বাসার সাইজের উপর জীবনযাত্রা, আরাম এবং অন্যান্য বিষয় নির্ভর করে। যখন আপনি নিজের জন্য অ্যাপার্টমেন্ট খুঁজবেন তখন গুরুত্বপূর্ণ চিন্তার বিষয় হবে কতটুকু স্থান আপনার দরকার। যখন ক্রেতারা ঘরের আকৃতি কত হবে এই প্রশ্নের সম্মুখীন হয় তখন দেখা যায় সম্ভাব্য ক্রেতারা তাদের দরকার অনুযায়ী বেডরুমের আকৃতি বা কতগুলো বাথরুম লাগবে সেই বিষয়ে আগ্রহী হয়। এসব কিছুই অ্যাপার্টমেন্ট কেনার সম্ভাব্য ফ্যাক্টর, এদিক দিয়ে দেখলে অ্যাপার্টমেন্টর আকৃতি এটার মধ্যে অন্যতম।
নিচে সঠিক সাইজের অ্যাপার্টমেন্ট কেনার জন্য কিছু পরামর্শ দেওয়া হল,
বাজেটের উপর গুরুতারোপ
অ্যাপার্টমেন্ট কেনার আগে প্রথম গুরুত্ব অবশ্যই বাজেটের উপর দেওয়া উচিৎ। বিশাল একটা অ্যাপার্টমেন্টর দাম অনেক বেশিই পড়বে এবং সেটার প্রভাব অ্যাপার্টমেন্ট কেনার সময় এবং তার পরবর্তী সময় পর্যন্ত থাকবে। একটা বিশাল অ্যাপার্টমেন্টর দেখাশোনা, মেরামত, বিল বাবদ অনেক টাকা খরচ হয়ে থাকে। সুতারাং কেনার আগেই চিন্তা করা উচিৎ কতটুকু সামর্থ্য আপনার আছে।
বর্তমান আবাসকে বিবেচনায় রাখা
এখন যেখানে বসবাস করছেন সেই অ্যাপার্টমেন্টর আকৃতি নিয়ে ভাবুন, সেখানে থাকার ফলে আপনার পরিবারের উপর তার প্রভাব কতটুকু সেগুলো আপনাকে ভাবতে হবে। বর্তমান অ্যাপার্টমেন্টটি কি আপনার এবং আপনার পরিবারের জন্য যথেষ্ট স্থান দিচ্ছে? নাকি এটি প্রয়োজন অনুযায়ী ছোট, আপনার কি আরো স্থান দরকার? নাকি অ্যাপার্টমেন্টটি খুবই বড়? আলাদা আলাদা স্থান যেমন রান্নাঘর, লিভিংরুমের হিসাবও আপনাকে বিবেচনায় রাখতে হবে।
ভবিষ্যতের প্রয়োজনীয়তা বিবেচনায় রাখা
বর্তমান থাকার স্থানের কথা চিন্তার পাশাপাশি পরবর্তী বড় বিষয় নিয়েও ভাবতে হবে। আপনার অ্যাপার্টমেন্টটি শুধু এখন থাকবার জন্য নয়, বরং সারাজীবনের জন্য। ফ্যামিলি যদি বাড়তে থাকে তাহলে সেভাবেই চিন্তা করে অ্যাপার্টমেন্ট কেনা উচিৎ যেমন বাচ্চারা একটা সময় বড় হবে, তাদের বিয়ে হবে অথবা আপনাদের বাবা-মা গ্রাম থেকে আসবে আপনাদের সাথে থাকতে। এগুলো সব কিছু চিন্তা করে এবং কতগুলো রুম ভবিষ্যতে দরকার হবে সব ভেবেই অ্যাপার্টমেন্ট কেনার প্রস্তুতি নেওয়া উচিৎ।
নিজের জীবনযাত্রা কে মূল্যায়ন শুধু নিরাপত্তার জন্যই নয় জীবনকে সুন্দর করার জন্য একটি অ্যাপার্টমেন্ট দরকার। নিজের জীবনযাত্রার কথা চিন্তা করে অ্যাপার্টমেন্টর আকৃতি নির্ধারণ করা উচিৎ। যদি আপনি আপনার বেশির ভাগ অফিসিয়াল কাজ অফিসের চাইতে অ্যাপার্টমেন্টতে বসেই করতে চান তাহলে নিজের একটা আলাদা স্টাডিরুম প্রয়োজন, আবার যদি অ্যাপার্টমেন্টতে মেহমান সচারচর বেশি আসবার সম্ভাবনা থাকে, পার্টি অ্যাপার্টমেন্টতেই এরেঞ্জ করতে চান তাহলে ড্রইংরুমের আকৃতি বড় দেখেই অ্যাপার্টমেন্ট কেনা উচিৎ।
অগ্রাধিকার তালিকা তৈরি করা
এইসব কিছু ভাবার পরেও ঠান্ডা মাথায় আপনার অগ্রাধিকার লিস্ট প্লান করুন। কোন কোন সুবিধা আপনার এপার্টমেন্টে আপনি যোগ করতে চান সেগুলো চিন্তা করুন। যদি ড্রইংরুম বড় হয় সেক্ষেত্রে ছোট বেডরুমে আপনার কোন অসুবিধা আছে কিনা, অথবা ২০০০ স্কয়ার ফিটের এপার্টমেন্টে আপনার তিনটি বাথরুম লাগবে কিনা? সবগুলো একসাথে নিয়ে একটা তালিকা বানিয়ে ফেলুন। আপনার প্রয়োজনো আপনি বুঝে গেলে তখন সেই অনুযায়ী আপনার অ্যাপার্টমেন্ট খুজে বের করাটা সহজ হবে। সামর্থ্য থাকলে ৫৫০০ স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্টও আপনি চাইলে কিনতে পারবেন। আর যদি সামর্থ্য থাকে ১২০০ স্কয়ার ফিটের এবং আপনি কিনে ফেললেন ১৩০০ স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট সেক্ষেত্রে বাড়তি টাকাটা আপনার জন্য বোঝা হয়ে দাড়াবে। অনেক সময় একটা সঠিক পরিকল্পনায় ছোট সাইজের বাসাও অনেক শান্তি দিতে পারে। তাই নিজের প্রয়োজন এবং পছন্দের সাইজের অ্যাপার্টমেন্ট কিনুন।
বিটিআই আপনাকে আপনার ডিজাইন, সঠিক আকৃতি, বাজেট, লোকেশন, ভবিষ্যত পরিকল্পনা অনুযায়ী অ্যাপার্টমেন্ট খুজে দিতে কনসাল্টেন্সি সাপোর্ট দিতে পারে।
16604