To make your kitchen activities seem more fun than cumbersome chores, you need to have a smartly organized kitchen. It will keep your kitchen aesthetically pleasant while providing functionality. Sure, your kitchen may contain a plethora of jars, bottles, utensils and so on but you need to keep them organized to provide you with a fresh mindset while working. To learn the secrets of having a smart organized kitchen, read below our easy tips and tricks for kitchen organization:
If you have a small kitchen, chances are putting a corner rack will eat up your limited space. You can easily replace them with wall racks to store jars, utensils, cups and so on. These not only save you that extra space but also make your kitchen look smart and elegant. You can find racks of wood or stainless steel to elevate the sophistication of your kitchen in any home retail shop.
A smart kitchen organizing tip is to turn your regular cabinet drawers into ingenious pull out drawers. With these, you can easily find what you are looking for since you can open them all the way and see the stuff kept inside. However, try to keep your precious glassware away from these as they can fall off and break easily. Instead store in plastic containers.
Another nifty trick to add space and organize your kitchen stuff such as cooking gloves, mats or noodle packets is to tuck them in DIY made pocket organizer. Simply tape a plastic sheet or attach flip bags to the inside of your kitchen cabinet door to create storage space. But make sure they are firmly attached to prevent stuff from falling out when you open the door.
Most of us simply stack up those dish plates one on top of another which uses up more space. Try organizing them vertically in shelving units. You can add separators to keep them from clunking together and breaking.
The kitchen is one room that undoubtedly requires ample storage space to keep it well organized. You can use unconventional storage solutions to reduce your kitchen clutter. For instance, if you have a small sized kitchen countertop, you can use a cutting board over your sink to create temporary space for washing or cutting purposes. Also use hooks on side of kitchen cabinets to hang utensils such as frying pans or strainers.
An easy trick that could solve your dilemma of determining what spice a particular jar contains is to label them with waterproof markers. This way you won’t have to sniff in puffs of spices and find out whether a jar contains cumin or coriander spice. After all, even the most expert chef can mix up condiments and put the wrong ingredient in a hurry.
Apart from being meticulously well-kept, your kitchen also needs to have your own personal touch, perhaps a little bit of color or a personal memento to make it truly your own. Add a touch of greenery with fresh flowers or add floral prints in kitchen towels to brighten up your kitchen.
A well organized kitchen will keep your home clean as well as make your cooking experience a delightful one. So get organized and revamp your kitchen into an organized clutter free zone with these tips and tricks. And if you have any tips of your own, do share in our comments section.
You can visit Orchid at bti Premier Plaza to get all kinds of organizing kits for your kitchen such as containers, baskets, kitchen appliances and many more. To give your kitchen a modern look with kitchen cabinets, you can also visit home n décor to pick your choice.
*****************************************
গুছানো রান্না ঘরের জন্য ৭টি সহজ টিপস
রান্নাবান্নার কাজকে আনন্দদায়ক করতে আপনার দরকার একটি ছিমছাম ও সাজানো গুছানো রান্নাঘর। এটা যেমন আপনার রান্নাঘরের সৌন্দর্য বাড়াবে তেমনি কাজকেও করবে সুবিধাজনক। রান্নাঘরে প্রচুর বাসনকোসন, জার কিংবা বোতল থাকতে পারে কিন্তু কাজের জন্য মানসিক আনন্দের জন্য রান্নাঘরের সবকিছু গুছানো বস্থায় থাকা চাই। একটি স্মার্ট রান্নাঘরের জন্য এই টিপসগুলো আপনাকে সাহায্য করবে।
ফ্লোর র্যাকের পরিবর্তে ওয়াল র্যক ব্যবহার করুন
আপনার রান্নাঘরটি যদি ছোট হয় তবে এর কোনায় একটি র্যাক রাখলে তা রান্নাঘরের বেশ খানিকটা যায়গা দখল করে ফেলবে। বাসনপত্র, জার, কাপ এধরনের যিনিস রাখার জন্য আপনি খুব সহজে ওয়াল র্যাক ব্যবহার করতে পারেন। এটা শুধু আপনার রান্না ঘরের যায়গাই বাঁচাবে না সেইসঙ্গে সৌন্দর্যও বাড়িয়ে দিবে। ঘরোয়া যিনিসপত্রের দোকানে কাঠ বা স্টেইনলেস স্টিলের তৈরি এমন র্যাক পাবেন।
টেনে বের করা যায় এমন ড্রয়ার ব্যবহার করুন
রান্নাঘর সাজানোর আরেকটি স্মার্ট উপায় হল, ক্যাবিনেট ড্রয়ারের বদলে পুল আউট ড্রয়ার ব্যবহার করুন। এর ফলে আপনি চাইলে সবগুলো ড্রয়ারের যিনিসপত্রই দেখতে পাবেন যা প্রয়োজনীয় যিনিসটি খুজে পেতে সহায়ক হবে। তবে কাচের তৈরি দামি যিনিসপত্র ড্রয়ারে না রাখা ভালো হবে। কারণ তা এখান থেকে পড়ে গিয়ে ভেঙে যেতে পারে। কাচের বদলে এক্ষেত্রে প্লাস্টিকের কনটেইনার ব্যবহার করুন।
ক্যাবিনেটের দরজায় পকেট তৈরি করুন
রান্নার গ্লোভস, ম্যাট বা নুডলসের প্যাকেট রাখার জন্য যায়গা তৈরি করে নেয়ার আরেকটি উপায় হল ক্যাবিনেটের দরজায় পকেট তৈরি করে নেয়া। দরজার ভেতরের দিকটাতে প্লাস্টিক শিট বা প্যাকেট টেপ দিয়ে লাগিয়ে এমন যিনিসপত্র রাখার যায়গা তৈরি করে নিতে পারেন। তবে দরজা খোলার সময় যেন এসব পড়ে না যায় তাই পকেটগুলো শক্ত করে আটকান।
প্লেটগুলো সাজান খাড়াভাবে
আমরা বেশিরভাগই একটা প্লেটের ওপর আরেকটা প্লেট সাজিয়ে রাখি যা বেশি যায়গা দখল করে রাখে। চেষ্টা করুন শেলফের ওপর প্লেটগুলোকে খাড়াভাবে সাজিয়ে রাখতে। একটা প্লেটের সঙ্গে আরেকটা ধাক্কা লেগে যেন ভেঙ্গে না যায় তাই প্রতিটি প্লেটের পর নরম কিছু রেখে এগুলোকে আলাদা করে রেখতে পারেন।
যিনিসপত্র রাখার যায়গার জন্য একটু উদ্ভাবনী হোন
সবকিছু গুছিয়ে রাখার জন্য রান্নাঘরে প্রচুর যায়গা দরকার হয় এতে কোন সন্দেহ নেই। আবদ্ধ হয়ে যাওয়ার হাত থেকে বাঁচতে এক্ষেত্রে একটু অন্যভাবেও চিন্তা করা যায়। এক্ষেত্রে কাটাকুটির জন্য যায়গা যদি কম মনে হয় তাহলে আপনার সিঙ্কের ওপরই একটা অস্থায়ী কাটিং বোর্ড রেখে কাজ চালিয়ে নিতে পারেন। ফলে একই যায়গায় কাটাকুটি ও ধোয়ার কাজ সারতে পারবেন। সেইসঙ্গে ক্যাবিনেটের ধার দিয়ে হুক লাগিয়ে নিতে পারেন ফ্রায়িং প্যান বা ছাকনির মত যিনিসগুলো ঝুলিয়ে রাখতে পারেন।
জার ও বাক্সগুলোর ওপর লেবেল সেটে দিন
কোন মসলা কোন জারে রয়েছে এনিয়ে দ্বিধাদ্বন্দ্ব থেকে মুক্তি পেতে জারগুলোর ওপর ওয়াটার প্রুফ মার্কার দিয়ে মসলার নাম লিখে রাখুন। কারণ বিশেষজ্ঞ রাধুনিও তাড়াহুড়ার মধ্যে এক্ষেত্রে ভুল করে ফেলতে পারেন।
খুটিনাটি বিষয়গুলোর দিকে নজর দিন
সবকিছু খুব পুঙ্খানুপুঙ্খভাবে সাজানোর পরও রান্নাঘরে আপনার রুচির প্রতিফলনের প্রয়োজন রয়েছে। এটাকে একান্তভাবে আপনার করতে রঙের ব্যবহার কিংবা ব্যক্তিগত মেমেন্টো রাখতে পারেন রান্নাঘরে। সতেজ ছোয়া দিতে ফুল অথবা ফুলের প্রিন্ট করা টাওয়েল আপনার রান্নাঘরে উজ্জলতা এনে দিতে পারে।
একটি সাজানো রান্নাঘর আপনার বাসাকে পরিচ্ছন্ন রাখে সেইসঙ্গে রান্নাকেও আনন্দদায়ক কাজে পরিণত করে। তাই যিনিসপত্রের ঝনঝনানির হাত থেকে মুক্তি পেতে এই টিপসগুলো কাজে লাগিয়ে নতুনভাবে সাজান আপনার রান্নাঘর। এক্ষেত্রে কমেন্টের মাধ্যমে আপনার ব্যক্তিগত মতামত জানান।
রান্নাঘর সাজানোর যিনিসপত্র যেমন কনটেইনার, ঝুড়ি কিংবা বাসনপত্র আপনি বিটিআই প্রিমিয়ার প্লাজা অর্কিডে আসতে পারেন। সেইসঙ্গে আপনার রান্নাঘরকে কিচেন ক্যাবিনেট দিয়ে আধুনিক লুক দিতে Home n Décor থেকে আপনার পছন্দটি বেছে নিতে পারেন।
16604