When you are living in a subtropical monsoon climate, the temperature can get high and humid during summer time, particularly during the period of March to June. Whether your apartment has an air conditioner or not, you can follow these simple steps to change your apartment environment as well as reduce energy bill by mitigating the use of air conditioner.
Start with Windows:
Your apartment has a number of windows to regulate the ventilation and temperature. If you can regulate air flow in your apartment through the use of windows, you can easily enjoy your apartment living.
Look at the Door:
Doors are the next point of entries to control the air flow in your apartment. For having a cool temperature inside your apartment during summer, you can do the following
Keep Ventilation Fan:
Among various types of apartment fittings, air ventilator or exhaust fan is used in your apartment, specially in the kitchen and in the washrooms.
Plant Green, Stay Cool:
With greenery around you, you can keep the environment cool. It is also very smart to have houseplants, which keeps your mind and health fresh. Also plant trees around your apartment building to create a shade.
Put on the Fan:
Ceiling Fan is a common electronic device in every household. During summer, having fan in a room is a blessing to reduce humidity of your room.
Let the night air in.
During the summer months, temperatures may drop during the night. If this is the case where you live, make the most of these refreshing hours, by cracking the windows open, before you go to bed. You can even create a wind tunnel, by strategically setting up your fans, to force the perfect cross breeze. Just be sure to close the windows, before things get too hot in the morning.
Having an AC:
Lastly, having an AC in at least one of your rooms in your apartment can be hugely beneficial during the hot summertime.
With these simple tips and tricks, you don’t have to suffer in the blistering heat of summer days, but enjoy summertime by staying cool and relishing a sip of freshly made water melon juice as you sit back in your room.
******************************************************************************************
গ্রীষ্মকালে ঘরকে ঠাণ্ডা রাখার কিছু কৌশল
অনুবাদকঃ সৈয়দ মোসাদ্দেক বিন সামাদ
আপনি যখন গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় বসবাস করেন তখন গ্রীষ্মকালে বিশেষ করে মার্চ থেকে জুনের মধ্যে তাপমাত্রা ও আর্দ্রতা অনেক বেশি হতে পারে। আপনার এপার্টমেন্টে এয়ারকন্ডিশনার থাকুক বা না থাকুক, কিছু সহজ পদক্ষেপের মাধ্যমে আপনি এপার্টমেন্টের তাপমাত্রা নিয়ন্ত্রন করতে ও সেইসাথে এয়ারকন্ডিশনারের ব্যবহার সীমিত রেখে বিদ্যুৎ বিল কমাতে পারেন।
জানালা দিয়ে শুরু করা যাকঃ
বাতাস চলাচল ও তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য আপনার এপার্টমেন্টে একাধিক জানালা থাকতে পারে। জানালার মাধ্যমে আপনি যদি আপনার এপার্টমেন্টে বাতাস চলাচল স্বাভাবিক রাখতে পারেন তাহলে আপনার এপার্টমেন্টে বসবাস সহজে উপভোগ্য করতে পারবেন।
১) দেখা গেছে যে আনুমানিক ৩০ শতাংশ অপ্রত্যাশিত গরম জানালা দিয়ে আসে। তাই দিনের বেলা জানালাগুলো বন্ধ রাখুন।
২) বাইরের দেওয়ালের সাথে সংযুক্ত করে আপনি জানালাতে একটি আলাদা অস্থায়ী আচ্ছাদন ব্যবহার করতে পারেন।
৩) সূর্য রশ্মি প্রতিহত করতে জানালায় পর্দা ব্যবহার করুন।
৪) দিনের বেলা দক্ষিন ও পশ্চিম দিকের পর্দা টেনে রাখুন ও এই জানালাগুলোও বন্ধ রাখুন।
দরজার দিকে তাকাইঃ
দরজা আপনার এপার্টমেন্টে প্রবেশের পরবর্তী অবস্থান যার মাধ্যমে বাতাস চলাচল নিয়ন্ত্রণ করা যায়। গরমে আপনার এপার্টমেন্টের ভিতরের তাপমাত্রা ঠাণ্ডা রাখার জন্য নিচের কাজগুলো করা যেতে পারে –
১) দিনের বেলা সামনের ও বারান্দার দরজা অপ্রয়োজনে খোলা থেকে বিরত থাকুন।
২) বন্ধ ঘর দিনের উষ্মতম সময়ে ভিতরের ঠাণ্ডা বাতাসকে বাইরে প্রসারিত হওয়া থেকে বিরত রাখে।
৩) বাতাস চলাচল স্বাভাবিক রাখতে ভিতরের ব্যবহৃত দরজাগুলো অবশ্যই খোলা রাখতে হবে।
বাতাস নিষ্কাশন পাখা ব্যবহারঃ
এপার্টমেন্টের বিভিন্ন ধরনের জিনিসপত্রের মধ্যে বাতাস নির্গমনের জন্য পাখা ব্যাবহার হয় বিশেষ করে রান্নাঘর ও ওয়াসরুমে।
১) এপার্টমেন্টে আগত বাতাসের তাপমাত্রা ৭৭ ফাঃ বা তার কম হলে বাতাস নির্গমনের মাধ্যমে আপনি অপ্রত্যাশিত তাপ থেকে বাঁচতে পারেন।
২) জানালার পাখা বা নিষ্কাশন পাখা বাড়ির বাইরের দিকে মুখ করে বাতাসের নিচের দিক করে লাগানো উচিৎ।
গাছ লাগান, শীতল থাকুনঃ
আপনার আশেপাশে সবুজানয়নের মাধ্যমে, আপনি পরিবেশ শীতল রাখতে পারেন। বাসায় গাছপালা রাখাও একটা কার্যকর পন্থা যা আপনার মন ও স্বাস্থ্যকে সতেজ রাখে। ছায়া তৈরির জন্য আপনার ভবনের চারপাশেও গাছ লাগান।
১) গরম আবহাওয়ায়, আপনার বাড়ির চারপাশে আচ্ছাদিতকরণ গাছ লাগান। শীতকালে সূর্যের তাপের সুবিধা নিতে চাইলে দক্ষিন দিকে গাছ লাগাবেননা।
২) বাসার গাছগুলতে প্রত্যহ পানি দেওয়া দরকার। পানি ব্যবহারের ফলে, আপনার চারপাশে ঠাণ্ডা বাতাস প্রবাহিত হবে।
বৈদ্যতিক পাখা ব্যবহার করুনঃ
প্রত্যেক বাসাবাড়িতে সিলিং ফ্যান একটা প্রচলিত বৈদ্যুতিক যন্ত্র। গরমে ফ্যান আপনার ঘরের আর্দ্রতা কমাতে আশীর্বাদ স্বরূপ।
১) ঘরের মধ্যখানে এক বাটি বরফ রাখুন, ফ্যান চালু করুন, ঘরের তাপমাত্রা শীতল হয়ে যাবে।
২) আপনার স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দেওয়ার জন্য সিলিং ফ্যান ব্যাবহার করুন। গরমে পাতলা পোষাকে মানুষের স্বাচ্ছন্দ্যর স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে ৭২ ফাঃ থেকে ৭৮ ফাঃ। এই স্বাচ্ছন্দ্যর পরিসরকে ৮২ ফাঃ পর্যন্ত বাড়ানোর জন্য বাতাসের বেগ ২.৫ ফিট/সেঃ বা ১.৭ মাইল/ঘণ্টা হওয়া প্রয়োজন। বহনীয় একটা ফ্যান খুব সহজেই এই বাতাস প্রবাহিত করতে পারে।
রাতের বাতাস ঘরে আসতে দিনঃ
গরমের সময় রাতে তাপমাত্রা কমতে পারে। যদি আপনার বসবাসের চিত্র এমন হয়, তবে বিছানায় যাওয়ার আগে জানালা পুরোপুরি খুলে দিন যাতে বাইরের সতেজ বাতাস ঘরে আসতে পারে। এমনকি আপনার ফ্যানটি পরিকল্পিতভাবে বসিয়ে আপনি বাতাসের সুরঙ্গ তৈরি করতে পারেন যা বাতাস প্রবাহের গতিকে শক্তিশালী করবে। শুধু সকালে জিনিসপত্র গরম হবার পূর্বে জানালা বন্ধ করা নিশ্চিত করুন।
এসি থাকাঃ
পরিশেষে, এই গরমে আপনার ঘরের যেকোনো একটা রুমেও যদি এসি থাকে, তা অনেক উপকারে আসে।
১) আপনার যদি পুরনো কোন এসি থাকে তবে এর বাইরের অংশের কম্প্রেসারটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ও আধুনিক করে নিন। নিশ্চিত করতে হবে যে এটা এর ভিতরের অংশের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।
২) আপনার এসিটি যদি নতুন হয়, তবে নিশ্চিত হয়ে নিন যে এটা আপনার রুমের আকারের সাথে সঙ্গতিপূর্ণ।
এই সহজ কৌশল অবলম্বনের মাধ্যমে আপনি ফোসকা পরা গরম থেকে নিরাপদ থাকেতে পারবেন। সেইসাথে নিজেকে শীতল রেখে, ঘরে হেলান দিয়ে বসে সতেজ তরমুজের জুস উপভোগ করতে পারবেন।
16604