Sometimes your apartment can be stuffy, have poor ventilation which is why odors may persist and provide an unhealthy apartment living atmosphere. Especially in winter as we keep doors closed often it may be hard to remove the odors from garbage, dampness or food odors. Although one can always resort to air freshener, the smell can come back again. Here are 4 easy ways to remove odors from home with available household items.
Citrus fruits
The citric acid in citrus fruits like lemon, oranges etc are natural home deodorizers. The citrusy smell leaves a pleasant fragrance after cleaning. This works well to fight food odors. For instance, you can use it to keep your kitchen smelling fresh all the time. One helpful tip for removing odor from kitchen is to boil a pot of water with lemon or orange peels, cinnamon and cloves. Also place the peels on trash can after taking out the trash to get rid of persistent foul smell.
Vinegar
Another common household ingredient that can be used to eliminate bad odors from home is to use vinegar. It can remove odors from hard and soft surfaces as well as from the air. It will absorb the odor and leave your room with a fresh fragrance. To remove the odor, fill bowls with vinegar and place them in the room with smell. Make sure it does not spill and remains undisturbed. Replace the bowl daily until effects start to show and the odor disappear.
For removing odors from hard surfaces such as kitchenware, use 1 cup of white vinegar and wash the utensils with warm soapy water to get rid of food odors.
Baking soda
Most people use baking soda as a cleaning agent but it can also be used for clearing bad odors from your home too. You can use it to keep your refrigerator free of food odors by placing an open container of baking soda. Also, remove damp smell from carpets and upholstery by sprinkling baking soda over it and leave it overnight. On the following day, use vacuum cleaner to remove it from the surface.
Activated charcoal
Activated charcoal is not the same as charcoal used in grilling purpose. You can find it online, pharmaceuticals or pet supply stores. Activated charcoal is porous in nature and absorbs odor. Fill up a bowl or container without lid with the activated charcoal and place it in the area of your apartment with the odor. It may take a few days and replacement of charcoal to get rid of the smell permanently.
With these tips and tricks you can easily keep your home fresh smelling all throughout the season. If you have some more tips or ideas on how to remove odors from home, feel free to comment below and share them with everyone.
**********************************************************************
লেখক: তাসনিয়া তাজিন অনুবাদক: আহমেদ নাজিয়া
অনেকসময় ভেন্টিলেশন প্রক্রিয়া খারাপ হবার ফলে বাসার ভিতরে নানা দূর্গন্ধ জমা হয় এবং বাসার ভিতরে অস্বাস্হ্যকর পরিবেশ তৈরি হয়। শীতের সময় সমস্ত দরজা জানালা সব সময় বন্ধ থাকার কারণে খাবার, ময়লা থেকে আসা দূর্গন্ধ বের করাটা কঠিন হয়ে দাঁড়ায়। যদিও অনেকে এয়ার ফ্রেশনার ব্যবহার করে তবুও আবার এই দূর্গন্ধ ফিরে আসতে পারে। এখানে বাসায় থাকা বিভিন্ন জিনিস থেকে নির্গত এই দুর্গন্ধ দূর করার চারটি উপায় নিয়ে আলোচনা করা হলো:
সাইট্রাস ফল
লেবু,কমলালেবু এ ধরনের ফলে থাকা সাইট্রিক এসিড হচ্ছে বাসা বাড়ির দূর্গন্ধ দূর করার প্রাকৃতিক উপায়। এই এসিড বাসা পরিষ্কার করার পর ব্যবহার করলে চমৎকার একটা গন্ধ পাওয়া যায়। রান্নাঘরের দূর্গন্ধ দূর করার এটা একটা সহজ উপায়। যেমন একটা বাটিতে পানি নিয়ে তার সাথে লবংগ, দারুচিনি এবং লেবু বা কমলালেবু দিয়ে ফুটালে রান্নাঘরের বাজে গন্ধ দূর হয়। এছাড়া কমলা লেবুর কাটা অংশ ময়লার ঝুড়িতে রেখে দিলে ময়লা ফেলে দেবার পরও সেটা থেকে একটা সুন্দর গন্ধ পাওয়া যায় ।
ভিনেগার
আরেকটি ঘরোয়া উপায় ভিনেগার ব্যবহার করা যেটা নরম, শক্ত জায়গার এবং বাতাসে ভেসে আসা দূর্গন্ধ শুষে নিয়ে ভালো গন্ধ ছড়াতে সাহায্য করে। একটা বাটিতে পানি নিয়ে তার ভিতরে ভিনেগার দিয়ে দূর্গন্ধ যুক্ত রুমে রেখে দিলে আস্তে আস্তে সেটা কাজ করবে। অবশ্যই খেয়াল রাখুন যাতে বাহিরে পানি না পড়ে এবং যতোদিন পর্যন্ত গন্ধ দূর না হয় ততোদিন পাত্রটি রেখে দিন। শক্ত উপরিভাগ যেমন রান্নাঘরের নানা ব্যবহারের জিনিস থেকে দূর্গন্ধ দূর করতে এক কাপ সাদা ভিনেগার এবং গরম পানি দিয়ে সেগুলো পরিষ্কার করা যেতে পারে।
বেকিং সোডা
বেশিরভাগ মানুষ বেকিং সোডাকে পরিষ্কারক হিসেবে ব্যবহার করে কিন্তু এটা ঘরের দূর্গন্ধ দূর করার জন্যও ব্যবহার করা যেতে পারে। একটা খালি কৌটায় কিছু বেকিং সোডা রেখে ফ্রিজে রেখে দিলে ফ্রিজের দূর্গন্ধ দূর হয়। কার্পেট এর গন্ধ দূর করতে সারারাত এর উপরে বেকিং সোডা ছিটিয়ে রেখে পরের দিন ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করলে সমস্ত গন্ধ দূর হয়।
এক্টিভেটেড চারকোল
এক্টিভেটেড কয়লা জ্বালানী কাজে ব্যবহায় হয় এই রকম কোন কয়লা না। এগুলো অনলাইন, ফার্মাসিউটিক্যাল অথবা পশুপাখির দোকানে পাওয়া যায়। এই কয়লা দূর্গন্ধ দূর করে। একটা বোতল, বাটি বা কন্টেইনারে এই কয়লা রেখে বাসার দূর্গন্ধ যুক্ত যায়গায় রাখা উচিত। কাজ করতে কয়েকদিন সময় লাগবে। এইসব টিপসের মাধ্যমে আপনি সারা বছরই বাসাকে ফ্রেশ এবং দূর্গন্ধমুক্ত রাখতে পারবেন।
যদি আপনার কাছে এই বিষয়ে অন্য কোন আইডিয়া থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন।
16604