Why choose a professional shifting service on your moving day
You have bought your apartment and you are now ready to start living in your dream home with your loved ones, but before that you have one more hurdle to cross that is apartment shifting. If you do not plan well ahead and leave everything until the last minute, it might cause you a lot of unnecessary stress. The easiest way to eliminate moving day stress is to hire a professional. Here are ways they can help you out and make your apartment shifting easy.
They are the experts
When you hire a professional to help you with your apartment shifting, you can rest assured they have the know-how of moving from one location to another. They know what they are doing and will help you in home shifting in a well managed, hassle free way so that you do not have to take the unnecessary pain of home shifting. You can just relax and enjoy your new status of homeowner.
They can reduce your moving time
The professional movers with their skilled expertise, can help you in apartment shifting in less time. They possess the knowledge of all possible routes and neighborhood, and will select the easiest route, when relocating. This way you can start living in your new home as soon as possible.
They have the appropriate equipment
Moving to a different location requires packing, packaging, transportation and a lot of these vary on how many belongings you have and their kind. Professionals will know the right kind of packaging to use and what kind of transportation required to move in a day or two.
They provide better customer service
With the professionals, you can expect to get the best customer service than your local movers. Since their business hinges on customer satisfaction and brand reputation, you can rest assured to get quality service from them. They will also provide you with right costing estimation, and you do not have to bargain with a common van man.
They will safely deliver your possessions
When you hire a professional mover to help you with apartment shifting, they will do so with utmost care. You will be tension free, knowing your precious furniture is unscratched, and so your favorite crockery set intact. And if by chance, there is any mishap, they are likely to compensate you, so you get service worth your money.
You can avoid a lot of unnecessary stress on moving day by hiring those who are professional and make your apartment shifting process easy and smooth.
When you buy an apartment from bti, we also provide professional shifting service, to complete your home buying process, and make it as stress free as possible.
***************************************************************************
বাসা পাল্টানোর সময় কেন পেশাদারদের সাহায্য নেবেন
নতুন পছন্দমতো বাসা বেছে নিয়েছেন, এখন শুধু বাসা পাল্টানোর প্রযোজন। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে অনেক ঝক্কি–ঝমেলার পোহাতে হবে আপনাকে। তবে আপনার এই ঝামেলা কমাতে আর আসবাবের নিরাপত্তার কথা ভেবে আপনি পেশাদারদের সাহায্য নিতে পারেন।
উন্নত বিশ্বে এমন চিত্র খুবই স্বাভাবিক হলেও বাংলাদেশে এমন সার্ভিস একদমই নতুন। তবে যে কয়টি সার্ভিস আছে তারা অত্যন্ত যত্নের সঙ্গে আপনার বাসা পরিবর্তন করতে সাহায্য করবে।
আপনি যদি ঠিকমতো পরিকল্পনা না করেন, সেক্ষেত্রে আপনার অসুবিধা বেশি হবে এবং আসবাবের ক্ষতি হতে পারে। তাই এসব ঝামেলা এড়াতে সবচেয়ে ভালো বুদ্ধি হতে পারে পেশাদারদের সাহায্য নেয়া।
১. তারা দক্ষ
বাসা পাল্টানোর জন্য আপনি যখনই কোনো পেশাদার ফার্মকে বেছে নেবেন কেবল তখনই নিশ্চিন্তে থাকতে পারবেন। কারণ তারা এ ব্যাপারে দক্ষ এবং অভিজ্ঞ। তারা জানেন, এক যায়গা থেকে অন্য যায়গায় নিয়ে যাওয়ার জন্য আসাববের প্রতি কতটুকু খেয়াল রাথতে হয়, কাঁচের জিনিস কিভাবে নিতে হবে এবং কাঠের জিনিসের জন্য কি প্রয়োজন।
তারা আপনাকে নির্বিঘ্নে বাসা পরিবর্তনে সাহায্য করবে। আপনাকে বাড়তি ঝামেলা নিতে হবেনা।
২. সময় বাঁচবে
পেশাদার ব্যক্তিরা এসব বিষয়েই কাজ করে অভ্যস্ত এবং দক্ষ। তাই এই কাজটি তারা আপনার চেয়ে অনেক কম সময়ে করতে পারবে। তারা জানে কোন রাস্তা দিয়ে নিয়ে গেলে সময় কম লাগবে, কোন পথে গেলে আসবাবের কোনো ক্ষতি হবেনা।
তাই তাদের দিয়ে কাজ করালে স্বাভাবিকের চেয়ে অনেক কম সময়ে বাসা পরিবর্তন করতে পারবেন আপনি।
৩. তাদের পর্যাপ্ত যস্ত্রপাতি রয়েছে
নতুন জায়গায় যাওয়ার জন্য কিছু জিনিস থাকা জরুরি। আপনার আসবাব মোড়ানোর জন্য, কাচের জিনিস প্যাক করার জন্য, পরিবহনের জন্য কিছু বিষয় সবসময় প্রস্তুত রাখতে হয়। পেশাদাররা জানেন কোন জিনিসটি কী দিয়ে মোড়াতে বা প্যাক করতে হয়। তারা জানেন, কত দূরত্বের জন্য কোন বাহন প্রয়োজন। এবং এসব কিছু তাদের হাতের নাগালেই থাকে। কারণ এটিই তাদের পেশা।
৪. ভালো গ্রাহক সেবা
পেশাদার কাউকে বেছে নিলে আপনি নিশ্চিতভাবে ভালো গ্রাহকসেবা পাবেন। এলাকার শ্রমিকদের দিয়ে কাজ করালে হয়তো তারা আপনাকে সন্তুষ্ট নাও করতে পারে। কারণ তাদের কাজের সাফল্য অনেকটাই নির্ভর করে গ্রাহকদের সন্তুষ্টির উপর। এবং তারা আপনাকে অবশ্যই নির্ধারিত ও সঠিক বাজেট দেবে। আপনাকে সাধারণ ভ্যানচালকের সঙ্গে দরদাম করতে হবেনা।
৫. নিরাপত্তা
আপনি যখনই কোনো পেশাদারকে নিয়োগ দেবেন, তারা সেটা সর্বোচ্চ সাবধানতার সঙ্গে দেখাশোনা করবে। আপনি থাকবেন একদম দুঃশ্চিন্তামুক্ত। কারণ আপনার আসবাবের কোনো ক্ষতি তারা হতে দেবে না। আর কোনো কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তবে তারা আপনাকে সেটার ক্ষতিপূরণ দিবে। আপনি পাবেন সর্বোচ্চ সেবা।
তাই পেশাদার কাউকে দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে আপনার বাসা পরিবর্তন করুন। এক্ষেত্রে বেছে নিতে পারে বিটিআইকে, তারা বাসা বদলের জন্য পেশাদার গ্রাহক সেবা দিয়ে থাকে
16604