When you have bought an apartment for the first time, decorating it can be quite a challenge for you. Browsing through a plethora of options from magazines, color choices and fabrics you might get overwhelmed especially if you are working on a limited budget.
If you are having trouble looking for inspirational apartment décor simply take a look around. With a little creativity and budget you can turn your home into a master piece.
Travel
When you travel whether in the city or abroad, you can find many inspirations for your home décor to give it a unique touch. For instance, if you are vacationing with family in Coxs Bazar you can take inspiration to give your home a beach makeover by decorating with items that remind you of the sea, such as choosing sea blue color for your home or hanging sea shells as wind chime or simple paintings that remind you of the sea.
Window shopping
One of the easiest ways to find inspiration for home décor is to take a trip to your nearest shopping mall and find pieces that you might like to see in your home. However, if you are working on budget, be a thrifty shopper. You don’t need to spend a fortune all at one go. Imagine which décor items will fit into your apartment décor or if it will even go with the overall theme you want to work with and then spend the cash. You can window shop, go home and decide if you think it’s really worth buying.
Nature
What more great place to look for inspiration than the overwhelming mother nature with it vast options to choose from? For instance, in spring, add vibrant flowers or green moss to add freshness to your home décor. You can also choose color palette picked from a season, for instance you can pick icy blue, silver white décor for your home inspired by winter colors.
Online
The mother hub of all information sources in this technologically advanced age is the web. You can spend hours surfing sites that provide many home décor inspirations and some of them are even DIY projects as well as within budget. You can choose from Houzz, Apartment Therapy, Ellen Décor and much more.
Personality
Another great way to start decorating your apartment is to take a look at yourself- what do you like? How are you as a person? For instance, some people prefer sober colors such as grey, white whereas some people may like bold colors such as fuchsia, turquoise and so on.
If you have a hobby you can add that to your apartment décor too. Are you bookworm? Why not showcase your books in attractive, stylish shelves? Or if you prefer vintage, try the traditional bookcase. The options are endless.
Last but not the least you can browse through apartment living section of bti blog to find home décor inspiration for your apartment decorating. Good luck decorating your first home! You can also check out amikinee.com to find home décor items or visit home n décor if you are at Shyamoli to start decorating your home.
**********************************************************************
লেখক: তাসনিয়া তাজিন অনুবাদক: আহমেদ নাজিয়া
প্রথমবারের মতো যখন একটি এপার্টমেন্ট কিনবেন, তখন এপার্টমেন্টটিকে মনের মতো করে সাজানো আপনার জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে উঠবে । ম্যাগাজিনগুলোতে নানান অপশনের ভিতরে আপনার সীমিত বাজেট নিয়ে কালার এবং ফেব্রিক চয়েজের ক্ষেত্রে আপনি হাবুডুবু খাবেন।
এপার্টমেন্ট সাজাবার জন্য আপনি যদি উৎসাহমূলক কিছু খুঁজে থাকেন তাহলে নিমোক্ত ব্যাপার গুলো মনোযোগ দিয়ে পড়ুন, ছোট্ট কিছু ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনি আপনার এপার্টমেন্টটিকে সবার চেয়ে আলাদা একটি মাস্টার পিসে পরিনত করতে পারবেন।
ভ্রমন
যখন আপনি নিজের দেশের ভিতরে বা বাইরে কোথাও বেড়াতে যান তখন আশে পাশের অনেক কিছু থেকেই আপনার এপার্টমেন্টটিকে সাজাবার অনুপ্রেরণা নিতে পারেন। যেমন যদি ফ্যামিলি নিয়ে কক্সবাজার যান বেড়াতে সেক্ষেত্রে এপার্টমেন্ট সাজাবার সময় মনে মনে সমুদ্রের নীলের কথা ভেবে নীল রং এ এপার্টমেন্ট সাজাতে পারেন অথবা শামুক ঝিনুক দিয়ে ওয়াল হ্যাংগিং এর কাজেও লাগাতে পারেন।
উইন্ডো শপিং
আরেকটা উপায় হচ্ছে আপনার বাড়ির নিকটস্থ শপিং মলে ঘুরে ঘুরে সেখানকার জিনিসপাতি দেখে নিজের বাসার সাজাবার আইডিয়া পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে জিনিস কেনার ব্যাপারে একটু কৃপণ হন, একসাথে অনেক জিনিস না কিনে একটা একটা করে কিনে বাসায় সাজিয়ে দেখুন। উইন্ডো শপিং এ গিয়ে গিয়ে ভাবুন এবং তারপর যদি মনে হয় জিনিসটি ভালো হবে এপার্টমেন্টটিকে সাজাবার জন্য তাহলে কিনে ফেলুন।
প্রকৃতি
প্রকৃতিতে এত এত জিনিসের সমারোহ থেকে নিজের এপার্টমেন্ট সাজাবার জন্য চয়েজ করার মত জিনিস আর কি হতে পারে? বসন্তের সময় সবুজ গাছের চারা বা ফুল দিয়ে ঘর সাজিয়ে ঘরকে সবুজ সতেজ করতে পারেন।আবার বিভিন্ন ঋতু দেখেও ঘরের জন্য কালার নির্বাচন করতে পারেন। যেমন শীতকালের কালার অনুযায়ী আইস ব্লু বা সিলভার হোয়াইট ব্যবহার করতে পারেন।
অনলাইন
সব ধরনের তথ্য এই যুগে আপনি ইন্টারনেট থেকেই পাবেন। কয়েক ঘন্টা ইন্টারনেটে বসে বিভিন্ন ডেকোর সাইট গুলো থেকে ঘর সাজাবার আইডিয়া নিতে পারেন অথবা ডি আই ওয়াই থেকে বাজেটের মধ্যে জিনিসও পেয়ে যেতে পারেন। আপনি হাউজ, এপার্টমেন্ট থেরাপি, এলেন ডেকোর ইত্যাদি সাইট থেকে আইডিয়া নিতে পারেন।
পারসোনালিটি
এপার্টমেন্ট সাজাবার আগে ভেবে নিন আপনি কেমন ধরনের মানুষ? উদাহরণস্বরূপ কেউ গাড়ো কালার যেমন ফুশিয়া, টারকিশ আবার কেউ কেউ হালকা কালার যেমন ধূসর, সাদা পছন্দ করে। আপনার শখ অনুযায়ী নিজের মত করেও বাসাকে সাজাতে পারেন। আপনি কি বইপোকা? শোকেজে করে অথবা স্টাইলিশ সেলফে করেও বই রাখতে পারেন। যদি ভিনটেজ পছন্দ করেন তাহলে ঐতিহ্যের সাথে মিল রেখে বুকসেল্ফ বানাতে পারেন।
সব শেষে বি টি আই ব্লগ সাইটে ব্রাউজ করে এপার্টমেন্ট লিভিং সেকশনে গিয়ে হোম ডেকোর আইডিয়া নিতে পারেন। গুড লাক আপনার নতুন বাসার জন্য! আপনি আমিকিনি ডট কমে গিয়েও ডেকোর আইডিয়া নিতে পারেন অথবা নিজে গিয়ে দেখেও আসতে পারেন, শ্যামলিতেই আমাদের শো রুম আছে।
16604