With the arrival of winter, it is that time when we all tend to cocoon up inside our home, keeping the doors shut. Although in Bangladesh winter is not as harsh as foreign countries, some apartments especially the ones close to ground level tend to get chilly. Here are 5 ways to keep your apartment warm this winter and stay cozy.
Decorate with thick curtains
Curtains with heavy fabric are ideal for trapping the heat and keeping the cold at bay. Replace sheers, lacey drapes with thick curtains of velvet. Also having curtains in dark color are best as they are heat absorbers. Keep the curtains closed at night since heat loss occurs from home during that time. Ronald Enos, Professor of Biomechanics, University of Hall states, “The best way to prevent this heat loss is to close your curtains and lower your blinds immediately after dusk. They provide an extra barrier to radiant heat loss, add insulation and reduce draughts.”
Invite natural light in
Remember to keep the curtains open during day to let natural light in and keep your apartment warm. Even if you are going out leave the curtains open to let your apartment soak in as much as free heat from the sun. If your apartment has places that are out of sunlight, then better keep the curtains in those areas closed.
Insulate your walls
Did you know that heat loss can occur not only through openings or windows but also from brick and stone walls which can reduce room temperature? There are lots of creative ways to cover up your walls and mitigate this heat loss, such as even hanging a poster can add an extra layer of insulating air and raise internal surface temperature, states Professor Ronald Enos.
You can also hang picture frames, mirrors to add warming effect in your rooms. Also wall tapestries, book shelves make for great insulating materials too for trapping that heat and keeping your apartment interior warm.
Use floor rugs
Of course if heat can be lost through solid walls and openings, it is only likely that your apartment floor also gives way to heat loss during winter. To mitigate this, use plush rugs in various spaces of your apartment such as living space, bedroom, lounge etc. It will not only retain heat but also add elegance to your apartment décor. However, care should be taken to regular vacuum clean these since winter is a dry season and can easily accumulate dust which can cause allergies.
keep specific rooms warm by closing doors
If you spend a lot of time in one room of the apartment such as study room or bedroom, you can keep it warm by keeping the door closed. For instance keep your bedroom door closed in winter nights to prevent heat loss and keep your bedroom toasty warm. You should also find leaks that can let air in and reduce internal temperature, for instance fix a broken window that you haven’t gotten around to doing.
With these tips and tricks you can stay warm in your apartment during the winter season. So make your apartment winter friendly and enjoy sipping coffee snuggled in a blanket while reading a book by your favorite author.
*********************************************************************
লেখক: তাসনিয়া তাজিন অনুবাদক: আহমেদ নাজিয়া
শীত আসার সাথে সাথেই আমরা চেষ্টা করি নিজেদের ঘরের দরজা বন্ধ করে ঘরকে উষ্ণ করার। যদিও শীতকালে অন্যান্য বাইরের দেশগুলোর তুলনায় বাংলাদেশে খুব বেশি ঠান্ডা পড়ে না তবুও কিছু কিছু এপার্টমেন্ট যেগুলো গ্রাউন্ড ফ্লোরের কাছাকাছি সেগুলোতে অনেক বেশি ঠান্ডা পড়ে।
এখানে শীতকালে এপার্টমেন্ট গরম রাখবার ৫টি উপায় নিয়ে আলোচনা করা হয়েছে।
মোটা পর্দা দিয়ে ঘর সাজানো
মোটা কাপড়ের পর্দা ঘরকে ঘরম রাখবার জন্য আদর্শ। নরম কাপড়ের লেইসি ড্রেপ পর্দার বদলে ভেলভেট কাপড়ের পর্দা ব্যবহার করা উচিৎ। এক্ষেত্রে গাঢ় রঙের পর্দা ব্যবহার করলে তাপ বাইরে যেতে পারেনা। তবে রাতে পর্দা বন্ধ রাখা উচিৎ কারন ওই সময়ে তাপ ভেতর থেকে বাইরে যেতে শুরু করে। হল এস্টেট বিশ্ববিদ্যালয়ের বায়ো-মেকানিক্সের প্রোফেসর রোনাল্ড এনস বলেন ঘরের তাপ বের হওয়া কমাতে সন্ধ্যা হবার সাথে সাথেই ঘরের পর্দা সব বন্ধ এবং ব্লাইন্ডগুলোকে নিচে নামিয়ে রাখতে হবে, এগুলোর ফলে ঘরের তাপ সহজে কমতে পারবে না।
সূর্যালোক ভেতরে প্রবেশ করানো
দিনের বেলায় অবশ্যই ঘরের পর্দা খুলে রাখা উচিৎ যাতে বাইরের আলো ঘরকে গরম করতে পারে। যদি আপনি বাড়ির বাইরে যান তাহলেও যাবার আগে পর্দা খুলে রাখবেন। আপনার বাড়ির যে ঘরে আলো কম ঢুকে সেসব ঘরের পর্দা সব সময় বন্ধ রাখা ভালো।
দেয়াল কে রক্ষা করা
তাপমাত্রা শুধুমাত্র জানালা খুলে রাখবার কারনেই কমে যায় না বাড়ির ইট বা পাথরের দেয়ালের কারনেও কমে থাকে। অনেক ধরনের উপায় আছে দেয়ালকে রক্ষা করার, যেমন প্রোফেসর রোনাল্ড এনস বলেন আপনি পোস্টার লাগিয়ে আলাদা একটা লেয়ার বানাতে পারেন তাহলে ঘরের তাপ ধরে রাখবার একটা লেভেল সেখানে তৈরি হবে। এছাড়া আয়না, ছবির ফ্রেম লাগানো যেতে পারে। তাছাড়া দেয়াল ম্যাট, স্টিকার, বইয়ের সেলফ লাগিয়েও দেয়ালকে রক্ষা করা যায়।
ফ্লোর রাগ/ম্যাট ব্যবহার করা
এটা ঠিক যে তাপ দেয়াল এবং খোলা জানালা দরজা দিয়েই বের হয় কিন্তু কিন্তু ঘরের মেঝেও তাপ বের করতে সাহায্য করে। এটা দূর করতে প্রতিটা ঘরে মোটা কাপড়ের ম্যাট ব্যবহার করা উচিৎ। এটা শুধু ঘরকে গরমই রাখে না বরং ঘরের সৌন্দর্যও বৃদ্ধি করে। তবে অবশ্যই কিছুদিন পর পর এগুলো পরিষ্কার করা উচিৎ কারন শীতে এগুলোতে ধূলাবালি বেশি জমে এলার্জি হবার কারন ঘটাতে পারে।
দরজা বন্ধ রেখেও নির্দিষ্ট কোন ঘরকে গরম রাখা যেতে পারে
যে রুমে আপনি সারাদিনের বেশি সময় কাটান সে রুমের দরজা বন্ধ করে ওই রুমকে গরম রাখতে পারেন। যেমন বেড রুমের দরজা শীতের রাতে বন্ধ রাখতে পারেন যাতে তাপ বাইরে না গিয়ে ঘরকে গরম রাখে। এছাড়া দরজা জানালায় কোন ছিদ্র থাকলে খুজে বের করে ঠিক করুন যাতে ওই ছিদ্র গুলো দিয়ে বাতাস আসতে না পারে।
এই সমস্ত টিপসগুলোর মাধ্যমে শীতকালে আপনি আপনার বাসাকে ঘরম রাখতে পারেন সহজেই। সুতরাং শীতে ঘরকে গরম রেখে কম্বলের নিচে বসে গরম কফিতে চুমুক দিতে দিতে নিজের পছন্দের লেখকের বই পড়ুন।
16604