Why Buy an Under Construction Apartment?

Blog » Investment Decision

why buy underconstruction property 482819
November 17, 2016 Investment Decision

When buying an apartment you will have to consider many factors such as location, price, size etc. But one of the important considerations is whether you want to buy a read ymade flat or an under construction project. This in turn can govern other factors such as price, handover time etc. Although both have their own sets of pros and cons, let’s take a look at why it can be advantageous if you invest in an under construction project.

Financial Advantages

Easy to Afford

An under construction apartment is much more affordable than a ready flat. This is because as the construction progresses, so does the cost. In initial stages, the developer can offer lower price as its cost involvement is less. Therefore, if buying an apartment hinges on your financial solvency, buying an under construction project can be the solution for you.

Better financial planning

When you invest in under construction property, you have a certain time frame on your hand before you receive the handover of your apartment. In this time, you can plan for your finances astutely and have a budget. You can also handle your loan repayment structure tactfully. This way, apartment buying will not be a financially stressful ordeal for you.

Long term installment facility and forced saving

Many real estate developer companies offer long term installment facility when they launch a new project. You can pay a certain amount monthly until you receive the handover of your apartment. This facility is not incorporated with ready made flats. Also, in case of under construction property, since you have to pay a certain amount in monthly installment, it is a form of forced saving.

Higher return on investment

Real estate is a long-term investment and if you make a smart decision, you can win financially. Under construction projects are cheaper in the initial stages and may appreciate in the time you receive your handover. So if you wish to resell your apartment, you will gain financially.

Warranty on fittings and amenities

When you buy an under construction project and receive handover, the apartment fitting, fixtures, and amenities are still new and under warranty, so if you run into any problems, such as switches or door locks not working, you can get these easily repaired. However, with ready apartments, the fittings, amenities may have run out of their warranty in which case you will have to incur the cost of repair.

Non- financial Advantages

Choose your community

Once you buy a ready flat, chances are all apartment units have already been sold and you are stuck with neighbors you do not bond with. Your life is affected by people who surround you. If you buy an under construction project, you can buy in groups with relatives or friends. This way you can mingle freely with your closed ones living right next door to you.

Options to choose which floor you live in

When you buy an under construction apartment, you have more options to choose which floor you want to live in. If you are not pleased with the 9th floor you can choose the 3rd floor, but with ready apartments, you will have less liberty since all other units on a different floor might already be taken.

Options to choose car parking space

Also, you can choose your desired parking space after fulfilling certain terms of your developer. However, in ready apartments, you will not have this benefit, since your chosen car parking space may already have been allotted previously to someone else.

Custom design

Buying a ready made flat means you have no say in the design aspect of the apartment. However, when you buy an under construction property, you have some liberty, such as choosing color options, electrical points, Air conditioner power point location etc. This way, you will be more involved in the home building process. As a result, you will feel more connected to your home once you move into your place.

Materials selection facility

If you are not satisfied with the materials used in your apartment, such as tiles, fittings, fixtures etc, you can talk with the developer company and recommend your own. But with ready flats, since everything is incorporated you are stuck with what you already have.

Less shifting time

If you buy a ready apartment, you will have to wait some time before you can move into your home because of pending interior decoration or any apartment modification requirement. However, when you buy an under construction project you will get to move in and start your new life right away in your dream home since you planned everything in the meantime.

Cancel your purchase if you wish

In case of buying under construction project, you may cancel your purchase after talking with the developer and get your money back under conditions applied. You can choose to do so if you are facing financial problems. But with ready made apartments, you have no option of backing out of a signed deal.

Ensure construction quality

Buying an under construction project means you can visit the site physically to inspect the progress and quality of construction work. This way, you can ensure your future home is a safe haven. However, when you buy a ready apartment you only get to see the ready product and be satisfied with it.

The bottom line for first time home buyers is if you decide to buy an under construction project, make sure you have researched the developer company thoroughly. The company track record and reliability is of paramount importance when buying an under construction project. With more than 3 decades of building apartments, bti understands the wariness of first time home buyers and hopes to eliminate those from your mind

**************************************************************************

নির্মানাধীন অ্যাপার্টমেন্ট কেন কিনবেন?

লেখক: সামসুল আমিন, ইডি-সিএসডি, বিটিআই                                                                       অনুবাদক: আহমেদ নাজিয়া

অ্যাপার্টমেন্ট কেনার সময় আপনাকে অ্যাপার্টমেন্টের লোকেশন, মূল্য, আকৃতি ইত্যাদির দিকে খেয়াল রাখতে হবে। কিন্তু আরেকটা বিষয় মনে রাখা প্রয়োজন, আপনি রেডিমেট ফ্ল্যাট কিনবেন নাকি নির্মানাধীন কোন প্রজেক্ট থেকে কিনবেন। সেক্ষেত্রে দাম ও হ্যান্ডওভার টাইম এই আলাদা বিষয়গুলো বিবেচনা করতে হবে। উভয় ক্ষেত্রেই আলাদা সুযোগ সুবিধা আছে, এখানে নির্মানাধীন প্রজেক্টের সুবিধাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে।

অর্থনৈতিক সুবিধা

সাধ্যের ভিতর:

নির্মানাধীন এপার্টমেন্ট রেডিমেট এপার্টমেন্টের চাইতে অনেক বেশি সুবিধাজনক। কারন যত বেশি কাজ এগোতে থাকবে খরচও তার সাথে সাথে বাড়বে। প্রাথমিক অবস্থায় ডেভেলপাররা কম টাকায় অফার করে কারন ওই অবস্থায় খরচ কম থাকে। যদি রেডিমেড অ্যাপার্টমেন্ট কেনার জন্য আপনার অর্থনৈতিক সমস্যা বাধা হয়ে দাড়ায় তাহলে অবশ্যই নির্মানাধীন প্রোজেক্ট আপনার জন্য উপযুক্ত সমাধান।

অধিক সুবিধাজনক অর্থনতিক পরিকল্পনার সুযোগ :

নির্মানাধীন এপার্টমেন্ট হ্যান্ডওভার পাওয়ার আগেও আপনার হাতে প্রচুর সময় থাকবে যে সময়গুলোতে আপনি আপনার অর্থনৈতিক প্লান এবং বাজেট নিয়ে চিন্তাভাবনা করতে পারবেন, আপনার লোন পরিশোধের ক্ষেত্রেও কৌশলী হতে পারবেন। এভাবে অ্যাপার্টমেন্ট ক্রয় আপনার জন্য বাড়তি বোঝা হয়ে দাড়াবে না।

সময়সাপেক্ষ ইন্সটলমেন্ট এবং বাধ্যতামূলক সঞ্চয় সুবিধা:

এখনকার আবাসন কোম্পানীগুলোর বেশিরভাগই অনেক সময়ে ধরে লোন পরিশোধ করার সুযোগ দিয়ে থাকে। এভাবে অ্যাপার্টমেন্ট হ্যান্ডওভার নেবার আগ পর্যন্ত আপনি কিছু টাকা পরিশোধের সুযোগ পাচ্ছেন। নির্মানাধীন অ্যাপার্টমেন্ট এর ক্ষেত্রে কিছু টাকা প্রতিমাসেই আপনাকে কিস্তিতে পরিশোধ করতে হয় তাই এটাকে সঞ্চয়ও বলা যেতে পারে।

বিনিয়োগে লাভ:

নির্মানাধীন প্রোজেক্টে বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন কারন প্রাথমিক স্তরে দাম কম থাকলেও যতো দিন যাবে দাম তত বাড়বে। হ্যান্ডওভার করার পরে দাম আরো বেড়ে যাবে ফলে তখন যদি সেটাকে বিক্রি করে দিতে চান তাহলে আপনি বেশ লাভবান হবেন।

বিক্রয়ত্তর সেবা সুবিধা:

নির্মানাধীন এপার্টমেন্টের ফিটিংস এবং অন্যান্য সুযোগ সুবিধার বিক্রয়ত্তর সেবা আপনি পাবেন। যদি কোন দরজার লক কাজ না করে, অথবা সুইচ নষ্ট হয়ে যায় এগুলো আপনাকে আবার ঠিক করে দেবার ব্যবস্থা করা হবে। রেডি ফ্ল্যাটের বিক্রয়ত্তর সেবা সুবিধা আপনি নাও পেতে পারেন।

অন্যান্য সুবিধা

কমিউনিটি বেছে নেয়ার সুবিধা:

রেডিমেট এপার্টমেন্টে যেহেতু এরই মধ্যে পাশের ফ্ল্যাটগুলি বিক্রি হয়ে যাবে তাই নিজের পছন্দ মত প্রতিবেশি আপনি বাছাই করতে পারবেন না। এদের মাঝেই আপনার জীবন আটকে থাকবে। কিন্তু নির্মানাধীন এপার্টমেন্টে নিজেরসহ পাশের ফ্ল্যাটগুলিও আপনি আপনার বন্ধু অথবা আত্নীয় স্বজনদের নিয়েও কিনতে পারছেন। নিজের মত করে কমিউনিটি তৈরি করে আপনি আপনার আশে পাশের পরিবেশটা আপনার জন্য বন্ধুভাবাপন্ন বানিয়ে নিতে পারছেন।

নিজের পছন্দ অনুযায়ী ফ্লোর বেছে নিন:

নির্মানাধীন এপার্টমেন্টে নিজের ইচ্ছে মত আপনি ফ্ল্যাট দেখার সুযোগ ও সময় পাবেন কারন সব ফ্ল্যাট তখন ফাকা থাকবে, ইচ্ছে হলেই ৯ তলা বা পছন্দ না হলেই ৩ তলায় চলে আসতে পারবেন যেটা রেডি ফ্ল্যাটে সম্ভব নয়। কারন আগেই সেগুলো অন্যদের কিনে ফেলার সম্ভাবনা বেশি থাকবে।

কার পার্কিং বেছে নেয়ার সুবিধা :

নিজের ইচ্ছে মত কার পার্কিং এর স্থান আগে থেকে ডেভেলপার কে বলে ঠিক করে রাখতে পারবেন যেটা রেডি এপার্টমেন্টে সম্ভব না।

কাস্টম ডিজাইন:

রেডিমেট ফ্ল্যাটে নিজের ইচ্ছেমত ডিজাইন করার কোন সুবিধা নেই কিন্তু নির্মানাধীন অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে আপনি চাইলেই অ্যাপার্টমেন্টর রং, ইলেক্ট্রিক পয়েন্ট, এয়ারকন্ডিশনার পয়েন্ট এগুলো নিজের ইচ্ছেমত বেছে নিতে পারবেন। নিজেই নিজের অ্যাপার্টমেন্টর কাজে যতো সম্পৃক্ত থাকবেন ততোই বেশি সংযুক্ত থাকতে পারবেন বসবাসের ক্ষেত্রে।

ম্যাটেরিয়াল নির্বাচন সুবিধা:

যদি অ্যাপার্টমেন্টর টাইলস, ফিটিংস পছন্দ না হয় তবে সহজেই ডেভেলপারদের সাথে কথা বলে নিজের পছন্দের কথা জানাতে পারবেন। রেডিমেট ফ্ল্যাটে সে সুবিধা পাবেন না।

কম সময়ে বাসা শিফটিং:

রেডিমেট ফ্ল্যাটে উঠবার আগে নানা রকম ইন্টেরিয়র ডিজাইন এবং মডিফিকেশনের জন্য সময় প্রয়োজন হয় যেখানে নির্মানাধীন ফ্ল্যাটে নিজের পছন্দমত পরিবর্তন ও সংযোজন আগেই করার সুযোগ থাকে তাই হ্যান্ডওভারের পর কম সময়েই আপনি অ্যাপার্টমেন্টতে শিফট হতে পারবেন।

চাইলে না করার সুবিধা:

নির্মানাধীন অ্যাপার্টমেন্ট আপনি ডেভেলপারদের সাথে কথা বলে না কিনতে চাইলে চুক্তি রদ করে দিতে পারবেন। আপনার সমস্যায় শর্ত সাপেক্ষে টাকা ফেরত নিতেও পারবেন। রেডিমেট ফ্ল্যাটে সে সুবিধা নেই।

গুনগত মান যাচাই করা:

নির্মানাধীন অ্যাপার্টমেন্ট এর ক্ষেত্রে নিজের সুবিধামত সাইটে গিয়ে দেখেশুনে কাজ যাচাই করার সুবিধা পাবেন। ভবিষ্যতের অ্যাপার্টমেন্টটি থাকবার উপযুক্ত কিনা সে বিষয়ে নিশ্চিত হতে পারবেন।

তবে প্রথমবার নির্মানাধীন অ্যাপার্টমেন্ট কিনতে চাইলে অবশ্যই ডেভেলপার কোম্পানী সম্পর্কে খোজ খবর নিয়ে দেখা উচিৎ। কোম্পানীর সুনাম, পূর্ব রেকর্ড ও আস্থাশীল কিনা এসব বিষয়ে খোজ নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ৩ দশক ধরে বিটিআই আবাসন ব্যবসার সাথে সম্পৃক্ত এবং প্রথমবারের মত যারা অ্যাপার্টমেন্ট কিনতে চান তাদের মন থেকে দুঃশ্চিন্তা দুর করতে সর্বদা সচেষ্ট।

16604