5 Great Apartment Habits to Follow

Blog » Apartment Living

5 great apartment habits to follow 372472
November 23, 2016 Apartment Living

When you move into a new apartment, it provides a fresh slate for you to start over. You get to create the perfect home with your loved ones. For harmonious and healthy apartment living, it is important to foster certain good habits that can create a utopian home. Here are 6 great apartment habits to start now for a happy and healthy home:

Spend quality time with your family

You have fulfilled your lifelong dream of owning a home, but you are too busy overworking and when you come back to your home, you are drained of energy to do anything else, let alone give time to your family for whom you have built this home. So commit to yourself and allocate time for your loved ones. Partake in activities that build long lasting relationships with your family. Remember just a little bit of your time is enough to create beautiful memories in your own home. For instance, cook a meal and have the meal together and stick to the routine. If you have kids, don’t just leave everything in the hands of principals and teachers and tuitions for their education. Instead, sit down with them and help them solve a math problem for every parent is the first teacher in a child’s life. Be a good one.

Keep your apartment clean

For healthy living, it is imperative you have a clean home. Don’t let mess pile up in your home so that it becomes a chore to do the cleaning job. Make it a routine job. If you are a couple both of who are working it can be tough to manage the household, but still try to clean your apartment daily through sharing work among yourselves. Also, keep your apartment clutter free, remember the more stuff you have, the more things you have to clean. A clean apartment not only provides a healthy living environment but also makes you feel good.

Decorate apartment in your style

When you buy an apartment, one of the first things that comes to mind is that you feel disconnected to it since it is a new place. To make it start feeling like home don’t just buy stuff to fill the room with expensive furniture and décor items. Apartment décor can be a very personal thing which reflects your style and makes you feel at home. Decorate with items, accessories that mean something to you, such as changing the paint color or hanging photos of a memorable trip with your family members and so on.

Take up a healthy habit

For a healthy lifestyle and personal growth, it’s important to follow certain habits which can enrich your life. This will reduce your stress level, keep you happy and energetic and slow down your aging. For instance, many apartments today come with added features such as gym, library, swimming pool etc.; why not exercise to stay healthy and fit? Or if you love swimming, you can use your apartment community’s swimming pool without venturing outside daring the traffic of Dhaka city. Or if you love reading (my most favorite one) why not set a challenge to yourself and see how many books you can read within a year?

Practice saving

When you have bought a new apartment, hidden costs like apartment decorating, utility bills, new furniture buying may add to your financial expenditure. So, practice being thrifty while shopping and get stuff you truly require. Instead of having this habit only after buying a home, make it a lifelong habit, so you are always satisfied with less. This will teach your children the same value too which will mean a happy life and home.

With these simple habits, you can create the perfect home filled with good memories. Do share your views in our comment section to let us know which habit you plan to start.

**************************************************************************

অ্যাপার্টমেন্ট সংক্রান্ত ৫টি অনুকরনীয় অভ্যাস

লেখক: তাসনিয়া তাজিন                                                                                                         অনুবাদক: আহমেদ নাজিয়া

নতুন অ্যাপার্টমেন্টে উঠবার পর নতুন করে শুরু করার দারুন সুযোগ আপনি পেয়ে যাবেন। পরিবারের সবাইকে সাথে নিয়ে অ্যাপার্টন্টটিকে গোছাতে পারবেন। কিছু গুরুত্বপূর্ণ এপার্টমেন্ট অভ্যাস গড়ে তুললে সুস্থ ও সুন্দর পরিবেশ সেখানে পাবেন। সুখি সুন্দর অ্যাপার্টন্টের প্রয়োজনে এখানে ৫টি দারুন অভ্যাসের বিষয়ে আলোচনা করা হয়েছে।

পরিবারের সাথে ভালো সময় কাটানো

মনে করুন আপনি আপনার স্বপ্নের অ্যাপার্টন্ট কিনলেন কিন্ত বাইরের কাজে এতটাই ব্যস্ত হয়ে গেলেন যে কাজ শেষে ক্লান্ত আপনি বাসায় ফিরে পরিবারের জন্য সময় বের করতে পারলেন না অথচ তাদের জন্যই এই অ্যাপার্টমেন্ট কিনেছেন। পরিবারের জন্য সময় বের করুন, সবার সাথে সংসারের কাজে হাত লাগান যাতে সম্পর্ক আরো মজবুত হয়। মনে রাখবেন, পরিবারকে দেওয়া আপনার সামান্য সময় সুন্দর স্মৃতিতে ভরিয়ে দেবে ঘরটি। যেমন কোন এক বেলা সবার জন্য রান্না করুন, সবার সাথে খেতে বসুন এবং এই রুটিন বজায় রাখবার চেষ্টা করুন। যদি আপনার বাচ্চা থাকে তাহলে শুধুমাত্র স্কুলের টিচার বা অ্যাপার্টন্টের অন্য কারো কাছে তাদের লেখাপড়ার দায়িত্ব তুলে না দিয়ে কোন এক সময়ে বাচ্চাদের পাশে বসে অংকের সমাধানটা করে দিতে তাদের সাহায্য করুন। মনে রাখবেন প্রতিটা মা-বাবা বাচ্চার জীবনে প্রথম শিক্ষক। সুতারাং চেস্টা করুন ভালো শিক্ষক হবার।

আপনার এপার্টমেন্ট পরিষ্কার রাখুন

সুস্থ থাকবার জন্য অবশ্যই আপনার অ্যাপার্টমেন্টকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এতো বেশি নোংরা করে রাখবেন না যাতে পরিষ্কার করার কাজটা রুটিনে পরিনত হয়। যদি আপনারা স্বামী স্ত্রী দুজন সদস্য হন এবং দুজনেই অ্যাপার্টমেন্টের বাইরে কাজ করে থাকেন তবে অ্যাপার্টমেন্টে এসে কাজ করাটা কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাড়ায় তবুও দুজন কাজ ভাগাভাগি করে প্রতিদিনই কিছুনা কিছু কাজ করলে কাজগুলো জমে থাকেনা, বরং তাড়াতাড়ি শেষ হয়। অবশ্যই আপনার অ্যাপার্টমেন্টে কম জিনিস রাখবার চেষ্টা করবেন। যতো বেশি জিনিসপত্রে বাসা ভর্তি থাকবে ততো বেশি পরিষ্কার করার ঝামেলা থাকে। একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাসা শুধুমাত্র আপনাকে স্বাস্থ্যকর পরিবেশই দেবে না বরং আপনার মনকেও ভালো করবে।

নিজের মত করে ঘর সাজান

নতুন বাসায় আসার পরই কিছুদিন স্থানটাকে অচেনা মনে হয়। বাসাকে আপন করার জন্য দামি ফার্নিচার বা দামি সাজানোর জিনিস কিনে বাসা সাজাবেন না। এপার্টমেন্ট ডেকরেশনের জন্য শুধুমাত্র ওই সব জিনিসই হওয়া উচিৎ যেগুলোর মাধ্যমে নিজের স্টাইল ও নিজের ঘরের পরিবেশ ফুটে ওঠে। নিজের মত করে ঘর সাজানো উচিৎ যেমন নিজের পছন্দ মত দেয়ালে পেইন্ট করতে পারেন অথবা দেওয়ালে নিজেদের পারিবারিক ছবি টানাতে পারেন, তাতে ঘরকে নিজেই মনে হবে।

স্বাস্হ্যকর অভ্যাস গড়ে তোলা

স্বাস্হ্যকর লাইফ স্টাইল এবং ভালোভাবে গড়ে উঠবার জন্য অবশ্যই কিছু ভালো অভ্যাস অনুসরন করা উচিৎ। ভালো অভ্যাস আপনাকে মানসিক চাপ থেকে দুরে রাখবে, মানসিকভাবে চাঙা রাখবে এবং তাড়াতাড়ি বুড়ো হওয়া থেকে বিরত রাখবে। যেমন আপনার বাড়িতে যদি লাইব্রেরী, সুইমিংপুল বা জীম থাকে সেক্ষত্রে নিজেকে ফিট রাখবার জন্য আপনি ব্যায়াম করতে পারছেন, যদি আপনি সাতার পছন্দ করেন তাহলে তার জন্য ঢাকার জ্যাম পেড়িয়ে বাইরে যাওয়ার দরকার পড়বে না, নিজের বাড়িতেই করতে পারবেন। অথবা যদি বই পড়তে পছন্দ করেন তাহলে তো লাইব্রেরী আছেই, চ্যালেঞ্জ নিতে পারেন বছরে কয়টা বই আপনি পড়ে শেষ করছেন।

সাশ্রয়ের চেষ্টা করুন

নতুন এপার্টমেন্ট কিনবার পরে কিছু কিছু খরচ যেমন বিল, নতুন ফার্নিচার কেনা বাবদ টাকা আপনার খরচকে বাড়িয়ে দেবে তাই কেনাকাটায় কৃপণ হওয়াটা জরুরী বরং সেসব জিনিসই কেনা উচিৎ যেগুলো আসলেই দরকার। শুধুমাত্র এপার্টমেন্ট কেনার পরপরই নয়, সারা জীবনের জন্য এই অভ্যাস গড়ে তুলুন যাতে অল্পতেই সন্তুষ্ট থাকতে পারেন। ছেলে মেয়েদেরকেও একই শিক্ষা দিন যেটা ভালো একটা জীবনের মাধ্যম। এই সমস্ত সাধারন অভ্যাসের মাধ্যমে আপনি আপনার বাসাকে নানান স্মৃতিতে ভরে তুলতে পারেন।

আপনার মতামত নিচের আমাদের কমেন্ট বক্সে শেয়ার করুন যাতে করে আমরা জানতে পারি কোন নতুন অভ্যাসটি আপনি শুরু করতে যাচ্ছেন।

16604