8 Household Items You Probably Need to Replace Soon!

Blog » Apartment Living

household items that need to be replaced 615061
December 7, 2016 Apartment Living

These household items come with a hidden expiration date. Remember to replace them before the time runs out.

In every home, there are some items which you may have been using for ages. For whatever reason, you just don’t get around to replacing them, until they have become completely obsolete. Instead of waiting until the last minute, take charge and make sure next time you are out shopping, you have bought these easy- to- forget household items that need replacing.

Pillows – 2-3 years

Although old pillows are undeniably the most comfortable for sleeping in, after a certain period they can be quite unhygienic. So make sure to get a new set of pillows for your comfy bed next time you visit the store.

Bed Mattress- 4-5 years

A bed mattress is another common bedroom feature that is not frequently replaced. It is surely long lasting, especially if you clean it from time to time or alter its sides. However, for hygienic apartment living, you should definitely let go of the old one after 4 to 5 years.

Bathroom Mat – 1 -1.5 years

Your bathroom mat is one of the household items that you may forget to change with time but it is essential to replace it for a clean and hygienic apartment. Also, you should clean it regularly- at least once a month. This will keep dirt and grime from accumulating over it.

Mosquito Net- 2-3 years

You might not feel you even have the need to change your mosquito net, after all, who comes to peak at night to check how new or old is the mosquito net under which you sleep? But for a healthy apartment living, and a comfortable night’s sleep you should definitely think of getting a brand new one after you have used one for 2 to 3 years.

Refrigerator- 15-20years

The refrigerator in your home is one appliance that can last for a long time, depending on its brand and usage. However, if you have a refrigerator for over 15 years and you find that you are suddenly having frequent case of food spoilage, then it is time to invest in a brand new one. Also, new refrigerators are more efficient and energy saving than old models.

Gas Stove- 2-3 years

Another of the frequently used home appliances is your kitchen stove. Although with care and maintenance it can last for several years, once the stove has been in use for 2 years, it is best to replace it.  A new kitchen stove will not only uplift your kitchen counter-aesthetics, but also prevent untoward accidents that can happen from using an obsolete one.

Kitchen Cabinet- 10- 15 years

Do you remember the last time you changed your kitchen cabinets after you moved into your new apartment? You have may an unsightly kitchen cabinet with a broken door or missing knob. It is time to fix or better replace it with a brand new one! This will keep your kitchen hygienic as well as elevate your apartment décor.

Fire Extinguisher -5 -10 years

Although a fire extinguisher is not one of your commonly used items in the apartment, with time its pressure gets reduced. This basically renders the fire extinguisher useless during emergency, which is why you should replace it every 5 to 10 years. Also, regularly check your fire extinguisher to ensure it is in working order.

With this list of apartment items to replace regularly, hopefully, you will be more proactive and prepared before the item runs out of its expiration date. For more home-organizing and apartment living tips, do check out related articles on our bti blog.

Also, if you have any more household items that you think needs to be replaced over time, don’t forget to mention it in our comments section below.

***********************************************************************

৮টি গৃহস্থালী জিনিসপত্র যেগুলো এখনই পাল্টে ফেলা প্রয়োজন

অনুবাদক: আহমেদ নাজিয়া

যে দ্রব্যগুলোতে লুকায়িত মেয়াদ উত্তির্ণ তারিখ থাকে সেগুলো সময় শেষ হওয়ার আগেই পাল্টে ফেলার কথা মনে রাখবেন।

প্রতিটা বাসায় এমন কিছু জিনস থাকে যেগুলো বছরের পর বছর ধরে আপনি ব্যবহার করে চলেছেন অথচ বদলাবার সময় চলে এসেছে তবুও আপনি বদলাচ্ছেন না। মেয়াদ উত্তির্ণের তারিখ শেষ হবার আগেই সময় করে শপিং এর সময়ে সেগুলো পাল্টে ফেলুন।

বালিশ- ২-৩ বছর: যদিও পুরানো বালিশে ঘুমিয়ে আরাম তবুও বছরের পর বছর সেগুলো ব্যবহার করা উচিৎ নয় কারন পুরোনো বালিশে জীবানু থাকে। এগুলো আজই আপনার পরিচিত দোকানে গিয়ে বদলে ফেলুন।

বিছানার ম্যাট্রেস- ৪-৫ বছর: ম্যাট্রেস খুব কমই বদলানো হয়ে থাকে। সবাই হয়তো এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিক বদল করে পরিষ্কার করে ব্যবহার করলেও সাধারনত চার থেকে পাচ বছরের মাথায় এটিকে অবশ্যই বদলে ফেলা উচিৎ সুস্থ ও জীবানুমুক্ত পরিবেশের জন্য।

বাথরুম ম্যাট- ১-১.৫: পরিষ্কার জীবানুমুক্ত পরিবেশের জন্য বাথরুম ম্যাট কিছুদিন পর পর অবশ্যই চেঞ্জ করা উচিৎ। যদি সেটা না করা যায় তাহলে ম্যাটকে মাসে একবার পরিষ্কার করে জীবানুমুক্ত করা যেতে পারে।

মশারি- ২-৩ বছর: যদিও মশারি বদলাবার কথা কেউ ভেবে দেখেনা তবুও কয়েক বছর পর নিজেদের সুস্বাস্হ্যের কথা ভেবে নতুন একটা মশারি কেনা উচিৎ।

রেফ্রিজারেটর -১৫-২০ বছর: সাধারনত রেফ্রিজারেটর অনেকদিন যাবত টিকে থাকে। তবে ১৫-২০বছর পর ফ্রিজে রাখা খাবারে গন্ধ হতে শুরু করে বা কখনো কখনো পচেও যায়। সুতারাং ওই সময়ে ফ্রিজকে পাল্টে ফেলা উচিৎ। যদিও এখনকার রেফ্রিজারেটর গুলো অনেক মজবুত ও টেকসই।

গ্যাস স্টোভ -২-৩ বছর: সব সময়ে ব্যবহারকৃত আরেকটি এপ্লায়েন্স হলো রান্নাঘরের স্টোভ। অনেক যত্নে রাখলে ২-৩ বছর এটি সার্ভিস দিতে পারে তবে তার পরে এটিকে বদলে ফেলা উচিৎ। নতুন স্টোভ আপনার রান্নাঘরকে শুধু নতুনত্বই দেবে না বরং বিভিন্ন দূর্ঘটনার থেকেও নিরাপদ রাখবে।

রান্নাঘরের কেবিনেট -১০-১৫ বছর: কবে আপনি আপনার রান্নাঘরের কেবিনেট বদলেছেন হয়তো সেটা ভুলেও গেছেন। হয়তো বাসায় উঠবার পর আর বদলানো হয়নি কখনো। রান্নাঘরকে পরিষ্কার ও জীবানুমুক্ত করতে আজি বদলে ফেলুন। দেখতেও চমৎকার লাগবে।

ফায়ার এক্সটেংগুইশার -৫-১০ বছর: যদিও এটি সব সময় ব্যবহার করা হয় না তবুও কিছুদিন পর পর সঠিকভাবে কাজ করছে কিনা জানতে এটিকে চেক করে নেওয়া উচিৎ। আর ৫- ১০ বছর পর এটিকে বদলে ফেলে নতুন কেনা উচিত।

এইসমস্ত জিনিসপত্র গুলো মেয়াদ উত্তির্ণের তারিখ চলে যাবার আগে সঠিক সময়ে বদলে ফেলবার চেষ্টা করুন। আরো কিছু বাড়ি সাজাবার এবং এপার্টমেন্ট লিভিং টিপসের জন্য আমাদের বিটিআই এর ব্লগ দেখতে পারেন।

যদি আরো কোন জিনিস বদলবার কথা আপনার মনে এসে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।

16604