Things to do after moving into a new neighborhood

Blog » Apartment Living

2. things to do after moving to new neighborhood 600x433 1 800111
June 8, 2016 Apartment Living

When you have relocated to a new neighborhood, it can take some time to settle in and acclimatize in an unfamiliar environment. It can be daunting to meet new people and make friends. Back in the days it used to be customary to know all of our neighbors and visit them from time to time, be it a celebratory occasion or a grieving one. However, day by day, we are growing more isolated from each other, where each of us is busy in our lives. And lest we let the custom die out and forget the warmth from neighborhood relationships; here are 5 ways you can revive the tradition and make yourself home:

Make an effort to get to know each other

It is the small talks that lead to sharing of common interests, life’s problems and dreams that can build solid relationships. So next time you see your next door neighbor, greet them and exchange pleasantries. Even if they seem stand offish, make an effort. Get to know them. You may be pleasantly surprised and find a good friend.

Throw a neighborhood party

Holding a neighborhood party is a great way to meet your neighbors. You don’t have to throw out a lavish party by spending huge bucks. Just have a little ceremonial event with homemade foods and invite all of your neighbors. If you have kids, involve them in arranging the party, such as let them make handmade cards and send out the invites. This way, even your kids will enjoy and make new friends on the block.

Nothing says it like sharing food

If you have a knack for cooking, put on your chef’s hat and let your baking or cooking skills shine out. Once you have stepped over the greet and meet phase with your neighbors, you can invite them over on a special occasion such as your kid’s birthday or any other event and let them have a taste of your yummy delicacies. Who knows, you might even bond over exchanging creative recipes with each other?

Volunteer towards the greater good of your neighborhood

When you participate in voluntary work for your community, it will help you grow roots in your neighborhood and envelope you in a sense of belongingness. For instance, you can participate to keep your streets clean, plant trees, feed the poor or raise donations for causes that will enrich your neighborhood. This will not only be good for your neighborhood but earn you respect as you are partaking in social work.

Be an active sport

People were made to move about but too often we just spend time being lethargic. Adopt a healthy lifestyle instead by being more active. If you have a park, garden or gym nearby, make a habit of jogging, walking or exercising. You can also try out sports you have a passion for. Gather neighbors with similar interests and arrange for a tennis sport in the winter evening or play football or cricket, whatever suits your style. This will strengthen the bond between you and your neighbors by sharing what you both love.

Now that you have read this article, hopefully, you will find moving to a new neighborhood to be an easier transition rather than a cumbersome ordeal. So next time, you have shifted to a new neighborhood, be friendly and courteous to your neighbors, think of the betterment of your neighborhood, and yourself. This way you can built lasting relationships, do good for the community and enjoy a healthy lifestyle.

****************************

বাসা পাল্টানোর পর যে কাজগুলো করতে হবে

বাসা পাল্টে নতুন কোন এলাকায় গেলে সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কিছুদিন সময় লাগতে পারে। নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া অস্বস্তিকরও মনে হতে পারে। একটা সময় ছিল যখন প্রতিবেশীদের সঙ্গে কিছুদিন পর পর দেখা করার একটা রীতি ছিল, তা সে উৎসবেই হোক বা শোকে। তবে এখন দিন পাল্টেছে। সবাই নিজ নিজ কাজেই ব্যস্ত। ব্যস্ততার কারণে আমরা এখন একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি। তবে প্রতিবেশীর সঙ্গে এই সৌজন্যতা নষ্ট হয়ে যাওয়ার আগেই আমাদের উচিত এটাকে বাঁচানোর জন্য কিছু করা। এখানে এরকম পাঁচটি উপায় দেয়া হল।

 

পরস্পরকে জানার চেষ্টা করুন

খুব ছোট ছোট বিষয় নিয়ে কথাবার্তা থেকেই দৃঢ় সম্পর্ক গড়ে উঠতে পারে। জানা যেতে পারে পরস্পরের আগ্রহের বিষয়, সমস্যা-সমাধান বা আশা আকাঙ্ক্ষার বিষয়গুলো। তাই যখনই প্রতিবেশীর সঙ্গে দেখা হবে তার খোঁজ-খবর নিন। অন্যদিক থেকে যদি সাড়া নাও পান তবুও চেষ্টা করে দেখুন। আপনার নিজের সম্পর্কে তাদের জানতে দিন। কে জানে, হয়ত ভালো বন্ধুও পেয়ে যেতে পারেন এভাবে।

 

প্রতিবেশীদের জন্য পার্টি থ্রো করুন

আশপাশের লোকজনের সঙ্গে পরিচিত হওয়ার একটা ভালো উপায় হল তাদের জন্য পার্টি থ্রো করা। এর জন্য অনেক টাকা পয়সা খরচ করার কোন দরকার নেই। বাসায় তৈরি খাবার দিয়েই আয়োজনটি সেরে ফেলতে পারেন। যদি বাচ্চারা থাকে, আয়োজনে তাদেরকে কাজে লাগান। নিমন্ত্রণের কার্ডগুলো ওদেরকে দিয়েই বানিয়ে নিতে পারেন। এভাবে আপনার বাচ্চারাও হয়তো বন্ধু খুঁজে পেতে পারে।

 

একসঙ্গে খাওয়ার চেয়ে ভালো আর কি হতে পারে

আপনার যদি রান্নার হাত পাকা হয় তাহলে তো কথাই নেই। রাঁধুনির পোশাক চাপিয়ে নিয়ে আপনার প্রতিভাকে একটু বিকশিত হতে দিন। পার্টিতে আলাপচারিতার কাজ সেরে নিয়ে রান্না করা সুস্বাদু খাবার পরিবেশন করে ফেলুন। এর মাধ্যমে হয়তো অতিথিদের কাছ থেকে নতুন কোন রেসিপির খোঁজ পেতে পারেন।

 

প্রতিবেশীর প্রয়োজনে এগিয়ে যান

এলাকার মধ্যে যখন অন্যের সাহায্যে এগিয়ে যাবেন তখন আপনার প্রতি আস্থা ও গ্রহণযোগ্যতা তৈরি হবে। উদাহরণ হিসেবে, আশপাশের রাস্তাঘাট পরিষ্কার রাখতে বা গাছ লাগাতে সাহায্য করতে পারেন। এমনকি গরীব-দুঃখী মানুষের জন্য খাবারের ব্যবস্থাও করতে পারেন। এ ধরনের সামাজিক কাজ মানুষের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা তৈরি করবে।

 

নিজেকে সক্রিয় রাখুন

আমরা অলসভাবে অনেক সময় পার করে দেই। এটা না করে নিজেকে সক্রিয় রাখুন। বাসার আশপাশে যদি পার্ক, বাগান বা জিম থাকে তাহলে জগিং বা ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন। খেলাধুলার প্রতি আগ্রহ থাকলে সেটাও করতে পারেন। এরকম আগ্রহ রয়েছে আশপাশ থেকে এমন মানুষ খুঁজে বের করে টেনিস, ফুটবল, ক্রিকেট যেটা ভালো হয় খেলার আয়োজন করতে পারেন। এই শেয়ারিং প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ককে দৃঢ় করবে।

এটা পড়ার পর বাসা পাল্টে অন্য এলাকায় গিয়ে মানিয়ে নেয়া খুব কঠিন বলে মনে হবে না। তাই পরের বার বাসা পাল্টানোর সময় প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। তাদের ও নিজের ভালোর জন্য চিন্তা করুন। এভাবে মানুষের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়া ও সামাজিক দায়িত্ব পালন করা যায়।

Save

16604