Tips for Having a Garden in Your Apartment Balcony

Blog » Apartment Living

8.tips for apartment balcony garden 600x399 1 211721
June 22, 2016 Apartment Living

If you are a nature lover, then greenery must be your best friend. Nothing delights and refreshes like the fragrance and vibrancy of green plants and flowers. When you live in the epicenter of an urban apartment, sometimes that greenery can be elusive to you. But with these simple tips for gardening in a balcony, you can easily grow your own urban balcony garden.

Assess your balcony’s climate

The first thing to do before you go hunting for flowers in your balcony is that you need to assess the environment in which the flowers would be growing. Apart from paying attention to your country’s overall climate, every apartment balcony has its own parameters including amount of lighting and shade which are conducive to healthy garden growing. So when you visit your local nursery, make sure you ask the seller specifically about each flower kind’s environment requirements before purchasing.

Choosing the plant type

When it comes to planting a garden, one basic tip is to know whether the flower is an annual type, or perennials. Annual flowers have the lifespan of a single year, whereas perennials constitute of flowers that stay bloomed specific to a season. For instance, if you want flowers bloomed all throughout the year, you can go for sunflower or marigold. For perennials you can choose from red roses, vibrant dahlias, daisies and many more. To have a smart apartment balcony garden, it is best to keep a mix of the two kinds to avoid monotone.

Where to place

Obviously, the most frequent spot to place your plants and flowers would be on the floor space. But you can get creative with the placement of your potted greenery to give your balcony an aesthetic uplift. For instance, you can keep the containers on a small planter shelf or hang them from the balcony ceiling. You can also have a vertical placement if your balcony has railings up to the ceiling height.  While placing, ensure that the plants are exposed to direct sunlight for at least 6 hours to keep them healthy.

Choosing pots and soil

when you buy your plants from a nursery make sure they provide the right kind of container and ask them about the soil type the flower grows best in.  The soil type for most annuals and perennials happen to be well drained soil. A well drained soil will not allow water to pool. To prevent stagnant water growth in the pots, make sure they have a drainage hole. Otherwise too much water can kill the plants as well as provide habits for mosquito growth.

Love your plants

Like everything else you love, you also need to take care of your plants and flowers regularly to keep them fresh and alive. To show your love for your plants, water them regularly. One helpful tip to remember is to water during the morning, as throughout the whole day, the water would evaporate and leave the soil dry. Before watering, judge the moisture level of the soil. If it is already moist, refrain from watering.

By having a beautiful garden in your apartment balcony, you will not only benefit from having a space where you can enjoy and spend time, but it will also provide you with a healthy living environment. Green is always good.

 

**************************************

ব্যালকনিতে বাগান


আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তবে নিশ্চিতভাবেই সবুজ ভালোবাসেন। ফুলের সৌরভ আর সবুজের সমারোহের মতো অন্য কোনো কিছুই আপনাকে চাঙা রাখতে পারবেনা। কিন্তু ইট পাথরে ঘেরা নগরীর কোনো ফ্ল্যাটে এই সুযোগ থাকার সম্ভাবনা কমই। তবে ইচ্ছা করলে সেখানেও আপনি আনতে পারেন সবুজের ছোঁয়া। তাই জেনে নিন ব্যালকনিতে সবুজ বাগানের কিছু টিপস।

ব্যালকনির আবহাওয়া বুঝুন

প্রথমেই আপনার বারান্দার আর্দ্রতা বুঝে নেয়া জরুরি। দেখতে হবে সেখানকার তাপমাত্রা ও আলো-বাতাস বাগানের জন্য কতটা উপযোগী। স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ব্যালকনির তাপমাত্রা কিছুটা আলাদা হতে পারে। কারণ প্রত্যেকে বারান্দাই থাকে ভিন্ন ভিন্ন উচ্চতায়। এজন্য আলো-ছায়ার পরিমাণে কম বেশি হওয়া স্বাভাবিক। তাই ফুলগাছ কেনার আগে বুঝে নিতে হবে আপনার ব্যালকনির আলো-বাতাসে কোন গাছ ভালো জন্মাবে।

গাছ পছন্দ করার সময় যা খেয়াল রাখবেন

এরপর আপনাকে নির্ধারণ করতে হবে আপনি নিজে কী ধরনের গাছ পছন্দ করেন। এমন কোনো ফুল যেটা সারাবছর ধরে ফোটে, নাকি শুধু নির্দিষ্ট সময় থাকে এমন। যদি সারা বছর ফুলের সৌন্দর্য উপভোগ করতে চান তবে সূর্যমুখী বা মেরিগোল্ড হতে পারে প্রথম পছন্দ। আর মৌসুমি ফুলের ক্ষেত্রে প্রথমে আসবে গোলাপের নাম। এছাড়াও বেছে নিতে পারেন ডালিয়া, ডেইজিসহ আরও অনেক ফুল। আরেকটি বিষয় খেয়াল রাখবেন, বারান্দায় একাধিক ফুলের গাছ থাকা ভালো, নয়তো একঘেয়ে লাগতে পারে।

কোথায় কি রাখবেন

এরপর আপনাকে ঠিক করতে হবে কোথায় টব রাখবেন। এটা অবশ্যই নির্ভর করবে ব্যালকনিতে কতটুকু জায়গা আছে তার ওপর। গাছ সাজাতে সৃজনশীলতার ছোঁয়া আপনার ব্যালকনিকে করে তুলতে পারে নান্দনিক। ছোটো ছোটো কাঠের টবগুলো দেয়ালে ঝুলিয়ে রাখুন। একটু উপরের দিকে রাখলে দিনে প্রায় ৬ ঘণ্টা সূর্যের আলো পাবে গাছগুলো।

টব ও মাটির খুঁটিনাটি

যখন কোনো নার্সারি থেকে চারা নেবেন, তখনই জেনে নিন কেমন মাটিতে ফুলগুলো ভালো জন্মাবে। মৌসুমি হোক বা সারাবছরের জন্য, মাটিতে পর্যাপ্ত সার থাকা প্রয়োজন, প্রয়োজন রয়েছে পর্যাপ্ত পানিরও। আবার বেশি পানি দিলে গাছ মারাও যেতে পারে। এছাড়াও গাছের গোঁড়ায় জমে থাকা পানিতে জন্মাতে পারে মশা।

গাছগুলোকে ভালোবাসুন

চারা লাগানোর পর সবচেয়ে বড় বিষয় হল, চারাটিকে ভালোবাসা। গাছ ও ফুলকে সতেজ রাখতে এর যত্ন নেয়া প্রয়োজন। প্রতিদিন সেচ দেয়া ছাড়াও খেয়াল রাখতে হবে পাতাগুলো সুস্থ আছে কিনা। সকালে অবশ্যই নিয়ম করে গোঁড়ায় পানি দিতে হবে। পানি দেয়ার আগে মাটির শুষ্কতা পরীক্ষা করে নেয়া জরুরি। পানির পরিমাণ মাটির শুষ্কতা অনুযায়ী নির্ধারণ করতে হবে।

আপনার এক চিলতে বারান্দায় একটু সবুজের পরশ নিশ্চিতভাবেই ইট-পাথরের এই নগরে প্রশান্তি এনে দিবে, পরিবেশকে রাখবে সুস্থ।

 

Save

Save

16604