When you live in an apartment in the heart of the city, it can be quite a hassle to keep your indoor plants alive for a long time. Have you ever got frustrated thinking buying plants that keep dying on you is just a waste of time? If you have ever had such a moment then, read on below to find out how to keep plants alive in your apartment.
Figure out the humidity level in your apartment
For indoor plants to thrive, the correct humidity level is very much important. Since our country is a subtropical one, our apartments have varying humidity which varies according to seasonal changes. For instance, in summer, it can have high humidity whereas winters can be quite dry. To add moisture, place gravel in the lower portion of plant’s pot and then place the planter on a dish with low water level.
Avoid over watering your plants
If you pour a lot of water at a time, the roots can start dying. To provide the optimum balance between wet and dry soil you can add rocks to the container and have a drainage system to prevent stagnant water from accumulating.
Also, inspect between watering sessions to monitor how much water needs to be provided. For instance, if you find the topmost layer of soil in the container still wet, it is best to wait until later.
Let the sunshine in
Plants always need a healthy amount of light for “photosynthesis”- a process crucial to maintaining plant nutrients. If your apartment does not get a lot of light then it is best to rethink your decision of growing indoor plants.
Usually, apartment layouts are such that bedrooms, living room are in comfort zone with windows and openings. Place your pots in these rooms opposite windows or verandah doors, where they can receive ample light. However, sunlight requirement varies according to species and can require full, partial or shade so do your research.
Use the right amount of fertilizer
On one hand, the right amount of fertilizer will help your green pals thrive in full and on the other hand, over adding can attract bugs and pests, especially in summer time. It is best to use fertilizer in growing period of the plant’s lifecycle. Usually, it is spring and summer.
Keep the plant in one spot
Apartment plants need stability as they need to acclimate to current surroundings. If you keep changing the space from one spot to another it can prove detrimental to your plants. Once you have chosen the right corner to settle it, give it time and watch it thrive.
With these easy gardening tips for indoor plants and a little knowledge of the kind of plant you have invested in, you can give your plants a happy home and enjoy the perks of greenery. Some popular plants to grow in your apartment for starters would be parlor palm, cacti, aloe vera, snake plant, arrow head vine etc. Let us know your favorite ones.
********************************************************************************************
লেখক: তাসনিয়া তাজিন অনুবাদক: আহমেদ নাজিয়া
যখন আপনি শহরের প্রানকেন্দ্রে কোন একটা এপার্টমেন্টে বসবাস করবেন তখন আপনার ঘরের ভেতরে লাগানো গাছপালাকে জীবিত রাখাটা বেশ কষ্টের হয়ে পড়বে। চোখের সামনে গাছগুলোকে মরে যেতে দেখার পর হতাশায় পড়ে আপনার কি কখনো মনে হয়েছে এগুলো শুধুই সময়ের অপচয়? যদি এমন কোন অবস্থার মুখোমুখি হয়ে থাকেন তাহলে কিভাবে ইনডোর প্লান্টগুলো জীবিত রাখা যায় তা জানতে নিচের লেখাটি পড়ুন।
এপার্টমেন্ট এর আর্দ্রতার লেভেল যাচাই করা
ঘরের মধ্যে গাছপালার ভালো ভাবে বেড়ে উঠার জন্য সঠিক আর্দ্রতা লেভেল খুবি গুরুত্বপূর্ণ। সাবট্রপিক্যাল দেশে হওয়ায় ঋতু পরিবরতনের সাথে সাথে আর্দ্রতাও চেঞ্জ হয় খুব দ্রুত যেমন গ্রীষ্মকালে অনেক বেশি এবং শীতের সময় একদম কমে যায় আর্দ্রতা। ময়েশ্চার ধরে রাখার জন্য টবের নিচের দিকে কিছু নুড়ি রেখে সেটাককে কম পানি সম্বলিত একটা পাত্রে রেখে দিতে হবে।
বেশি পানি দেওয়া থেকে বিরত থাকুন
বেশি বেশি পানি দিলে একটা সময়ে গাছ মরে যেতে শুরু করে।তাই শুকনো এবং ভেজা অবস্থার ব্যালান্স রাখবার জন্য পাত্রে পাথর রাখার পাশাপাশি ড্রেনেজ সিস্টেম রাখা উচিৎ যাতে অতিরিক্ত পানি গুলো বের হয়ে যেতে পারে।
সূর্যালোকের ব্যবস্থা করা
গাছের ফটোসিনথেসিস/সালোকশংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পর্যাপ্ত পরিমান সুর্যালোকের প্রয়োজন হয়,আপনার বাড়িতে গাছপালাগুলো যদি সূর্যের আলো না পায় তাহলে ঘরের ভিতরে গাছ লাগাবার পরিকল্পনার বিষয়ে আপনার আবার চিন্তা করা উচিৎ। বর্তমানের এপার্টমেন্টগুলোর বেডরুম এবং লিভিং রুমে জানালা দরজার জন্য প্রচুর স্থান থাকে, গাছপালাগুলোকে এইসব রুমে জানালা এবং বারান্দা দরজার বিপরীতে রাখা উচিৎ যাতে যথেষ্ট আলো বাতাস পায়। বিভিন্ন গাছভেদে সূর্যালোকের প্রয়োজন ভিন্ন, কোন কোন গাছের বেশি আবার কোন কোন গাছের কম আলোর দরকার পড়ে, গাছ লাগাবার আগে সেই বিষয়ে জানা উচিৎ।
সঠিক পরিমানে সার প্রয়োগ
কিটনাশক ওষুধের সঠিক মাত্রায় প্রয়োগ আপনার গাছগুলোকে সবুজ ভাবে বাচিয়ে রাখবে কিন্তু অধিকমাত্রায় সারের ব্যবহার পোকামাকড় বাড়িয়ে দেয় বিশেষ করে গ্রীষ্মের সময়ে। গাছের বেড়ে উঠবার সময়ে সারের ব্যবহার করা উচিৎ।
সঠিক স্থান নির্বাচন করা
পরিবেশের সাথে মানিয়ে নেবার জন্য ঘরের গাছগুলোকে নানা সময়ে নানা স্থানে না রেখে যেকোন একটা জায়গায় সব সময়ের জন্য রেখে বেড়ে উঠবার জন্য সময় দেওয়া উচিৎ।
এই সমস্ত সহজ টিপস এবং কি ধরনের গাছ লাগাবেন তার উপর কিছু জ্ঞানের মাধ্যমেই ঘরের ভিতরে আপনার গাছগুলোকে সতেজ রাখা সম্ভব। কিছু জনপ্রিয় গাছ যেমন parlor palm, cacti, aloe vera, snake plant, arrow head vine ইত্যাদি লাগিয়ে শুরু করতে পারেন। দআপনার পছন্দের গাছ সম্পর্কে আমাদের জানাতে ভুলবেন না।
16604