Although a child can bring immense joy to a parent’s life, the little ones can also make your life at home extremely challenging. Living in an apartment with too many kids’ stuff can make your home feel cramped and cluttered. If you have a child who loves playing with toys, but lack the space in your apartment, there are some simple solutions you can employ to keep your kids’ favorite toys organized and at the same time within easy reach. Here is a list of 4 helpful tips for storing kids’ toys in an organized way and keep your apartment clutter-free.
Bookshelves and Baskets
A growing child who has just learned to walk has a habit of running around the whole apartment and litter toys all over the space. If your apartment consists of play space combined with living space you will want to remove the toys off the floor after the playtime is over. One of the best solutions for storing kids’ toys is to add a bookshelf and place baskets on it. If you already have an existing bookcase use that or purchase a smaller bookcase that is solely dedicated for toys, making sure to store them on the bottom shelves so your child can easily have access to them. You can also purchase some attractive baskets made from wicker, plastic, or wood to store the toys. This way toys can be taken when it’s time to play and easily gathered into the baskets, when it’s time to clear up the mess.
Under-Bed Storage
If your child has a separate room in which he or she plays most of the time, you may consider investing in bins or old trunks that can fit under a bed for toy storage. This is a great way to keep toys out of sight and minimize visible clutter. This kind of storage is amazing for storing toys that do not require access every day such as puzzles, board games, or stuffed animals.
Coat Hooks and Tote Bags
Another creative way to store kids’ toys in a playroom or bedroom is to set up a wall-mounted coat hook and hang tote bags, which you can find at any nearby craft stores. Use label to mark what kind of toys each tote will hold. You can even turn this into a DIY art project for the kids. Mount the coat hooks to the wall and hang the bags on the hooks. This is a neat and organized way to store toys, and it still allows your little ones easy access to their favorite belongings.
Behind-the-Door Organizers
Another nontraditional storage solution for storing kids’ toys is to get hanging over-the-door organizers. These organizers can be a superb addition for keeping toys organized and clear the floor space free. Fill the pouches with art and craft supplies, action figures, and other small toys. Toys will be accessible to the kids when they require them during playtime, but can be hidden away easily when you have guests come over in your apartment.
If you have any more creative storage solution for your kids’ toys and keep the apartment clutter free, then please share in the blog’s comment section.
**********************************************************************
লেখক: তাসনিয়া তাজিন অনুবাদক: আহমেদ নাজিয়া
যদিও একটি বাচ্চা বাবা মা’র জীবনকে আনন্দময় করে তোলে কিন্তু বাসায় তাকে একা সামলানোই আবার বাবা মায়ের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়। বাচ্চাদের অনেক বেশি খেলনা এবং অপ্রয়োজনীয় জিনিস আপনার বাসাকে এলোমেলো এবং ছোট করে ফেলে। যদি আপনার বাচ্চা আপনার ছোট্ট বাসার ভিতরে অনেক বেশি খেলনা নিয়ে খেলতে পছন্দ করে সেক্ষেত্রে কিছু সহজ উপায় আছে, যেগুলোর মাধ্যমে খেলনা সুন্দর করে সাজিয়ে বাচ্চাদের নাগালের ভিতরেই রাখা সম্ভব। এখানে সে রকম চারটি উপায় নিয়ে আলোচনা করা হলো:
বইয়ের শেলফ এবং ঝুড়ি
যে বাচ্চাটি কেবল হাঁটতে শিখেছে সে খেলনা নিয়ে সারা বাসায় হাঁটে এবং সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখে। যদি এপার্টমেন্টের লিভিং রুমের সাথেই খেলার আলাদা যায়গা থাকে তাহলে খেলা শেষে ওই জায়গা থেকে খেলনাগুলো সড়িয়ে রাখা যায়। সব চাইতে ভালো বুদ্ধি খেলনা রাখার জন্য ঝুড়ি বা বুক শেলফ ব্যবহার করা। আপনার আগের কোন শেলফ থাকলে সেইটি ব্যবহার করতে পারেন অথবা নতুন ছোট একটি শেলফ এই কাজের জন্যেই কিনতে পারেন। একদম নিচের অংশে খেলনা রাখুন যাতে বাচ্চা সহজেই খেলনা গুলো নিয়ে খেলতে পারে। এছাড়া নানান রকমের প্লাস্টিক, কাঠের আকর্ষণীয় ঝুড়ি কিনে খেলনা সেখানেও রাখতে পারেন। এভাবে খেলনা ঝুড়ি থেকে নিয়ে খেলে আবার ঝুড়িতে রেখে দিলে সহজেই পরিষ্কার রাখা যাবে বাসাকে। কয়েকদিন বাচ্চাকে এইভাবে খেলনা রাখা দেখিয়ে দিলে সে নিজেই খেলা শেষে আবার খেলনা শেলফে তুলে রাখবে।
বিছানার নিচে
যদি বাচ্চার জন্য এমন কোন আলাদা ঘর থাকে যেখানে সে দিনের বেশিরভাগ সময় খেলে তাহলে সেই ঘরে তার খাটের নিচে একটা ট্রাংক বা ঝুড়ি দিয়ে তার ভিতরেও খেলনা রাখতে পারেন। এভাবে খেলনা গুলো খাটের নিচে রাখলে চোখের আড়ালেও থাকে এবং চোখে পড়ার মত ময়লাও কমানো যায়। বাচ্চারা প্রতিদিন যে খেলনাগুলো দিয়ে খেলে না যেমন পাজেল, বোর্ড গেমস ইত্যাদি সহজেই গুছিয়ে রাখা যায়।
কোট হুক এবং টোট ব্যাগ
কোট হুক এবং টোট ব্যাগ যেগুলো সহজেই আসে পাশের দোকানে পাওয়া যায় সেগুলো দেয়ালে টানিয়ে তার ভিতরে বাচ্চাদের খেলনা রাখা যায়। কোট হুক দেয়ালে টানিয়ে সেখানে টোট ব্যাগ ঝুলিয়ে খেলনা রাখা যায়, তবে খেলনার মাপ অনুযায়ী ব্যাগ ঝোলানো উচিৎ। এই উপায়ে খুব সুন্দর ভাবে খেলনা সাজানো যায় এবং বাচ্চাদের হাতের নাগালেও থাকে।
দরজার পিছনে
দরজার পেছনের ডোর অরগানাইজার ব্যবহার করেও খেলনা রাখা যায়। ঘরের ভেতরে এলোমেলো অবস্থা এবং মেঝে পরিস্কার রাখার জন্যে এটা একটা দারুন। বাচ্চারা চাইলেই নিয়ে খেলতে পারবে আবার মেহমান আসলে খেলনা দরজার পেছনে আড়াল করে রাখা যায়।
যদি আপনার কাছে বাচ্চাদের খেলনা সাজানার আরো কোন ভালো উপায় থাকে তাহলে নিচে আমাদের ব্লগের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান।
16604