Although our earth is made up 71% of water, only 1% of it is actually safe and suitable for drinking. Therefore, it is essential to conserve this amount of water, as it is not an infinite resource. Human life largely depends on water for a number of reasons. Water is needed for growing food, cleaning, and the most important of all reasons is for staying alive which is just not for humans but every living thing on the earth. Here is a number of water saving tips to use water wisely in your home.
Turn off the tap when you brush your teeth:
Most of us just keep the water running while we brush our teeth which is a very wasteful practice indeed. A water saving habit would be to rinse your brush before and then rinse your mouth afterwards using a cup of water.
Reduce your shower time:
Showers consume a lot of water. A four-minute shower uses approximately 20 to 40 gallons of water.
You can save a lot of water by reducing your shower time- just don’t forget to turn off the showerhead when you are cleaning with soap or shampoo.
Use a bucket:
Another water conservation tips would be to fill a bucket with water and use it for bathing instead of using your showerhead- that way you can control your water consumption better.
Rinse your razor in a mug:
Instead of rinsing your razor under running tap water, you can just dip it and clean it off in a mug. This will reduce your water consumption than just washing it under a tap.
Fix your leaky faucets and pipes:
Most often, bathroom or kitchen faucets continuously keep dripping water which wastes a lot of water. A leaky faucet that drips at the rate of one drip per second can waste more than 3,000 gallons per year. With that amount one can take more than 180 showers!
Another source of water consumption in the bathroom is leaky commode shower pipes. They not only waste a large quantity of water, but also make a mess out of your bathroom floor. Contact a plumber to fix your leaky faucets and pipes. You should also check your faucets and pipes periodically to ensure there are no leaks.
Use water efficient appliances:
You can install water saving showerheads to prevent wastage of water in during shower time. Or have your bathroom fitted with motion sensor water taps that are great for water conservation tips. That way you no longer need to turn off your water tap when you are washing or brushing.
Control water pump overflow:
Overflowing of water pump is a common issue in every Bangladeshi household which wastes a lot of water. Most of the time we just leave the water pump on and forget all about it until a large chunk of water is wasted. Set a time period such as 20 minutes in a specific time of the day, so as to make a practice of how long to keep the water pump on to avoid overflowing.
Last but not the least, remember every drop of water is precious and conserving water is a big thing for which we all need to come together and be responsible as individuals. Your tiny effort in just turning off the water tap when someone else left it on or making someone close to you aware of their water wasting habits can go a long way in water conservation.
**********************************
পানির অপচয় রোধের কিছু টিপস:
পৃথিবীর ৭১ শতাংশই পানি হলেও এর মধ্যে মাত্র ১ শতাংশ পানযোগ্য। এই পানি অফুরন্ত না হওয়ার কারণেই এর অপচয় রোধ করা প্রয়োজন। অনেক কারণেই আমাদের জীবন পানির ওপর নির্ভরশীল। খাদ্য উৎপাদন, ধোয়া-মোছা থেকে শুরু করে প্রায় সবকিছুতেই পানি প্রয়োজন হয়। আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, পৃথিবীর কোন জীবই পানি ছাড়া বাঁচতে পারে না। বাড়িতে পানি বাঁচানোর কিছু টিপস দেয়া হল এখানে।
ব্রাশ করার সময় ট্যাপ বন্ধ রাখুন:
আমরা অনেকেই দাঁত ব্রাশ করার সময় পানির ট্যাপ চালিয়ে রাখি। এতে প্রচুর পানি অপচয় হয়। এক্ষেত্রে ব্রাশ করা শেষে মগে পানি নিয়ে ব্রাশ ও মুখ ধুয়ে ফেললে অনেকখানি পানির অপচয় রোধ করা যায়।
গোসলের সময় কমিয়ে আনুন:
গোসলে প্রচুর পানি লাগে। মাত্র চার মিনিটের গোসলেই ২০ থেকে ৪০ গ্যালন পর্যন্ত পানি খরচ হয়ে যেতে পারে। গোসলের সময় কমিয়ে এনে পানির অপচয় রোধ করা যেতে পারে। আর সাবান বা শ্যাম্পু করার সময় শাওয়ার বন্ধ রাখতে ভুলবেন না।
বালতি ব্যবহার করুন:
পানির অপচয় বন্ধ করার আরেকটি উপায় হল মাথার ওপরের শাওয়ার ব্যবহার না করে বালতি ব্যবহার করা। এতে অল্প পরিমাণ পানি বেশি কাজে লাগাতে পারবেন আপনি।
মগের পানিতে রেজার ধুবেন:
শেভ করার সময় ট্যাপ চালিয়ে রেজার না ধুয়ে এক মগ পানি নিয়ে তাতে রেজার ধোয়ার অভ্যাস করুন। এতে পানির অপচয় কম হবে।
নষ্ট কল ও ছিদ্রযুক্ত পাইপ বদলে ফেলুন:
অনেক সময়ই বাথরুম বা কিচেনের ট্যাপ নষ্ট অবস্থায় থাকে। নষ্ট ট্যাপ ঠিকমত বন্ধ করা যায়না বলে অনবরত পানি চুইয়ে পড়তে থাকে। কোন ট্যাপ দিয়ে যদি প্রতি সেকেন্ডে যদি এক ফোটা করেও পানি পড়ে তাহলে তা বছরে প্রায় তিন হাজার গ্যালন পানির অপচয় ঘটায়। এই পরিমাণ পানি দিয়ে একজন মানুষ ১৮০ বারেরও বেশিবার গোসল করতে পারে।
কমোডের শাওয়ারের পাইপ দিয়েও অনেক সময় পানি চুইয়ে পড়ে। এটা শুধু অপচয়ই করে না বরং বাথরুমের মেঝেকেও সবসময় ভিজিয়ে রাখে। এধরণের নষ্ট ট্যাপ বা শাওয়ার ঠিক করতে প্লাম্বার ডাকুন। সেইসঙ্গে কিছু দিন পর পর নিজেও পানির ট্যাপ বা পাইপগুলো পরীক্ষা করে দেখতে পারেন যে সেগুলো থেকে পানি চুইয়ে পড়ছে না।
কম পানি ব্যবহার করে এমন যন্ত্রপাতি ব্যবহার করুন:
গোসলের সময় পানির অপচয় ঠেকাতে এমন শাওয়ার হেড ব্যবহার করুন যা কম পানি ব্যবহার করে। মোশন সেন্সর যুক্ত ট্যাপ ব্যবহার করতে পারেন। পানি বাঁচাতে এধরনের ট্যাপ বেশ কার্যকর। ব্রাশ বা ধোয়ামোছার সময় এই ট্যাপগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।
পানি ওভারফ্লো হচ্ছে কিনা নজর রাখুন:
বাংলাদেশের প্রায় সব বাসাতেই ট্যাঙ্ক থেকে পানি ওভারফ্লো হওয়া একটা সাধারণ দৃশ্য। বেশিরভাগ সময়ই আমরা পাম্প চালু করে দিয়ে বন্ধ করার কথা ভুলে যাই। যতক্ষণে পাম্প বন্ধ করা হয় দেখা যায় প্রচুর পানি তার আগেই ট্যাঙ্ক উপচে পড়ে গেছে। পাম্প ছাড়ার জন্য দিনের একটা নির্দিষ্ট সময় ঠিক করুন। প্রথমে ঘড়ি ধরে ২০ মিনিট করে পাম্প চালিয়ে দেখতে পারেন। এতে বুঝতে পারবেন কতক্ষণে ট্যাঙ্ক পূর্ণ হয়।
শেষ কথা হলেও যা সবসময় মনে রাখা উচিত তা হল, প্রতি ফোটা পানিই মূল্যবান। এ কারণেই সবার উচিৎ পানির অপচয় রোধে এগিয়ে আসা। চালু করে রাখা পানির ট্যাপ বন্ধ করার মত আপাত ক্ষুদ্র কাজ বা কাউকে সচেতন করার মাধ্যমে পানির অপচয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায়।
16604